এশিয়ানবার্তা: যশোরে চাং হিং সঙ (৪৫) নামে এক চীনা নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে উপশহর এলাকার মহিলা কলেজের পাশ থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে খবর পাওয়া গেছে, বুধবার দিনগত রাতে এই চীনা নাগরিকের মাথায় রড দিয়ে আঘাত করে ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এই ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। তারা হলেন মুক্তাদির রহমান ও নাজমুল হাসান পারভেজ। দুজনের বাড়িই নেত্রকোনার চকপাড়া এলাকায়।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, চাং হিং সঙ দীর্ঘ দিন ধরে যশোরে বসবাস করছিলেন। তিনি ব্যাটারি চালিত রিকশার ব্যবসা করতেন। স্ত্রীকে নিয়ে ওই বাড়িতে থাকতেন চাং হিং সঙ।
Leave a Reply