এশিয়ানবার্তা: নিম্ন আদালতের বিচারকদের আচরণবিধি ও শৃঙ্খলাবিধির বিষয়ে রাষ্ট্রপতিকে ভুল বুঝানো হয়েছে| এ বিষয়ে গেজেট সরকারকে করতেই হবে। এজন্য আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত সময় দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
সোমবার প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের আট বিচারপতির বেঞ্চে এ আদেশ দেন।
বিচারকদের চাকরির শৃঙ্খলা ও আচরণ সংক্রান্ত বিধিমালা গেজেট আকারে প্রকাশের প্রয়োজনীয়তা নেই বলে রাষ্ট্রপতির সিদ্ধান্তের একদিন পরই এমন নির্দেশ দিলেন প্রধান বিচারপতি
গত ৮ ডিসেম্বর বিচারকদের চাকরির শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালার গেজেট প্রকাশ না করায় আইন মন্ত্রণালয়ের দুই সচিবকে সোমবার আদালতে হাজির করতে অ্যাটর্নি জেনারেলকে মৌখিক নির্দেশ দিয়েছিল প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের আট বিচারপতির বেঞ্চ।
এদিন দুই সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক এবং মোহাম্মদ শহিদুল হক আদালতে হাজির হলে আবারো নিম্ন আদালতের বিচারকদের আচরণবিধি নিয়ে প্রজ্ঞাপন জারির নির্দেশ দেন প্রধান বিচারপতি।
Leave a Reply