এশিয়ানবার্তা: নির্বাচন কমিশন (ইসি) পুণর্গঠনে খালেদা জিয়ার দেওয়া প্রস্তাবনাকে ইতিবাচক বলে মনে করছেন সাবেক নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল অব. এম সাখাওয়াত হোসেন ও সুনাগরিকের জন্য সম্পাদক ড. বদিউল আলম মজুমদার।
শুক্রবার বিকালে খালেদা জিয়ার দেওয়া প্রস্তাবনার পর এনটিভিকে দেওয়া এক সাক্ষাতকারে তারা এমন মন্তব্য করেন।
জেনারেল সাখাওয়াত বলেন, খালেদা জিয়া ইসি গঠনে একটি রূপরেখা দিয়েছে যা নিয়ে সরকারের সাথে আলোচনা করা যেতে পারে। যারা নিবন্ধিত রাজনৈতিক দল আছে তাদের নিয়ে রাষ্ট্রপতি আলোচনা করতে পারে এবং সেই আলোচনার প্রেক্ষাপটে একটি সার্চ কমিটি গঠন করা যেতে পারে বলে আমি মনে করি।
তিনি আরো বলেন, খালেদা জিয়ার প্রথম পর্বে যে প্রস্তাবনা যেটি নাকোচ করার মত কোনো কারণ আমি দেখছি না।
এদিকে সুজন সম্পাদক বদিউল আলম বলেন, ইসি গঠনে খালেদা জিয়ার যে প্রস্তাবনা সেটি সরকারের মানা উচিত। কারণ এই প্রস্তাবনাগুলো একটি সুষ্ঠু নির্বাচনের পথকে সুগম করবে। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে তিনি আর বিতর্কিত নির্বাচন চান না। তাই তিনি যদি বিতর্কিত নির্বাচন না চান তাহলে কার্যকর এবং শক্তিশালী গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন করা এবং নির্বাচন প্রক্রিয়াটি স্বচ্ছা এবং সুন্দর করার জন্য এই প্রস্তাবনাগুলো মান উচিত।
Leave a Reply