এশিয়ানবার্তা: জনগণের সেবা করা আওয়ামী লীগের বড় দায়িত্ব মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সেবার মাধ্যমে জনগণের আরো কাছে গিয়ে ভোটার বাড়াতে হবে। সোমবার বিকালে প্রধানমন্ত্রীর বাসভবনে গণভবনে জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি একথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, মানুষদের সেবার মধ্য দিয়ে আমাদের ভোটার বাড়াতে হবে। ২১ বছর যারা ক্ষমতায় ছিল তারা শুধু আওয়ামী লীগের বিরুদ্ধে শুধু মিথ্যা রটনা করে গেছে। আওয়ামী লীগকে তারা মানুষের কাছে প্রশ্নবিদ্ধ, ছোট করেছে। কিন্তু আজকে মানুষের কাছে স্পষ্ট যে একমাত্র আওয়ামী লীগই সত্যিকার দেশের জন্য কাজ করে দেশের সেবা করে।
প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে মানুষের ভাগ্যের পরিবর্তন হয়, মানুষ তার অধিকার পায়, দেশের উন্নয়ন হয়। আর তার কারণ আওয়ামী লীগের ত্যাগী নেতা রয়েছে।
সন্ত্রাসবাদ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, পৃথিবীর কোনো দেশই সন্ত্রাস ও জঙ্গিবাদের হাত থেকে রক্ষা পাচ্ছে না। যদিও সাম্প্রতিক সময়ে আমাদের দেশেও কিছু জঙ্গিবাদ ও সন্ত্রাসের ঘটনা ঘটেছে। কিন্তু আমরা সবসময় দেশ থেকে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ নির্মূল করার জন্য কাজ করে যাচ্ছি। তাই জঙ্গিবাদ নির্মূল করার জন্য শুধু আমাদের নয় দেশের প্রত্যেকটি মানুষকে সচেতন হতে হবে।
প্রতিজ্ঞা করে প্রধানমন্ত্রী বলেন, আজ থেকে আমাদের একটাই প্রতিজ্ঞা সেটা হলো দেশের একটি মানুষও দরিদ্র থাকবে না। মানুষকে দারিদ্র্যসীমা থেকে বের করে নিয়ে আসার জন্য যা করার দরকার তাই করা হবে।’ ‘হতদরিদ্র মানুষের জন্য আমরা আশ্রায়ণ, গৃহায়ন বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছি।
এসব প্রকল্পের মাধ্যমে আমরা জনগণকে দরিদ্রসীমা থেকে বের করে নিয়ে আসার চেষ্টা করবো।’ সরকারের পাশাপাশি দরিদ্র অসহায় মানুষের সাহায্যার্থে আওয়ামী লীগের নেতাকর্মী এবং দেশের ধনবানদের এগিয়ে আসারও আহ্বান জানান প্রধানমন্ত্রী,
https://youtu.be/39nKc3TKErU
Leave a Reply