এশিয়ানবার্তা: বাংলাদেশের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিন্ধান্ত নিয়েছে ইংল্যান্ড। বাংলাদেশের হয়ে সাব্বির, মেহেদি ও কামরুল ইসলামের টেস্ট অভিষেক হচ্ছে।
এ রিপোর্ট লেখা অবধি ইংল্যান্ডের সংগ্রহ ৪১ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১০৬ রান।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকাল ১০টায় মাঠে নামে দুই দল। আর এই ম্যাচ দিয়ে প্রায় সাড়ে ১৪ মাস পর বড় দৈর্ঘ্যের ক্রিকেটে ফিরলো মুশফিক বাহিনী।
ইংলিশদের হয়ে ব্যাটিংয়ে নামেন দলপিত অ্যালিস্টার কুক এবং অভিষিক্ত বেন ডাকেট। ইনিংসের দশম ওভারে মেহেদি হাসান মিরাজ টাইগারদের হয়ে প্রথম উইকেট তুলে নেন। ফিরিয়ে দেন বেন ডাকেটকে। সরাসরি বোল্ড হয়ে ফেরার আগে ডাকেট করেন ৩৫ বলে ১৪ রান। পরের ওভারে আক্রমণে এসেই সাকিব তুলে নেন কুকের উইকেটটি। সাকিবের ঘূর্ণিতে পরাস্ত হয়ে বোল্ড হন ২৬ বলে ৪ রান করা কুক।
ইনিংসের ১২তম ওভারে মিরাজ ফেরার গ্যারি ব্যালান্সকে। মিরাজের ঘূর্ণিতে পরাস্ত হয়ে ব্যালান্স এলবির ফাঁদে পড়েন। আম্পায়ার প্রথমত আউটের সিদ্ধান্ত না দিলেও মুশফিকের নেওয়া রিভিউয়ে আউটের ফাঁদে পড়েন ব্যালান্স। দলীয় ২১ রানের মাথায় ইংলিশদের তৃতীয় উইকেটের পতন ঘটে।
চতুর্থ উইকেটটি শিকার করেন মেহেদি মিরাজ। জো রুটকে আউট করে তিন ইউকেট নিলেন মিরাজ।
এক বছরের বেশি সময় পর টেস্ট সিরিজে নামছে বাংলাদেশ। পাঁচ দিনের সেশন বাই সেশন খেলার পরিকল্পনায় দলের সিনিয়রদের ওপর নির্ভর করছে অধিনায়ক মুশফিকুর রহিম। অন্যদিকে পিছিয়ে থাকা বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষ ভাবছে ইংল্যান্ড।
অধিনায়কত্বের স্বাদ ভুলতে বসা মুশফিকুর রহিম ১৪ মাস ১৬ দিন পর সংবাদ সম্মেলনে এসে নিজেকে নতুন করে আবিস্কার করলেন টেস্ট ক্যাপ্টেন।
ওয়ানডে ম্যাচে প্রতিপক্ষ দলের সাথে জয় পাওয়াই প্রধান লক্ষ্য। কিন্তু টেস্টের দৃশ্যপট ভিন্ন। টানা পাঁচ দিন টিকে থাকার লাড়াই। এ লড়াইয়ে অধিনায়কের ভরসা সাকিব-তামিমের মতো সিনিয়ররা।
গত বছর আগষ্টের শেষ টেস্ট থেকে তিন থেকে চারটি পরিবর্তন আসবে এই একাদশে। এক পেইসারের সাথে তিন স্পিনার থাকার সম্ভাবনা বেশি স্কোয়াডে। সাব্বির রহমানের সাথে মেহেদী হাসান মিরাজের অভিষেকের সম্ভাবনা থাকছে।
বাংলাদেশের বিপরীত অবস্থা ইংল্যান্ডে। টেস্ট ধারাবাহিক র্যাংকিংয়ের চার নম্বর দলটি। তাদের বড় চিন্তা কন্ডিশন। একাদশ নির্বাচনে অল রাউন্ডারে বেশি ভরসা রাখবেন কুক।
ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়ক অ্যালিস্টার কুক জানান, এমন কন্ডিশনে আমরা অনেক কম খেলি। ওয়ানডে ম্যাচের জন্য ঠিক আছে। কিন্তু টেস্টে পাঁচ দিন খেলা অনেক কঠিন। এটাই বড় প্রতিপক্ষ। বাংলাদেশ ভালো দল। ওয়ানডে ভালো খেলছে। বিরতির আগে ওরা টেস্টেও ভালো করেছে। আমাদের সেরাটাই দিতে হবে।
দুই দলের আগের আট দেখায় সুখস্মৃতি নেই টাইগারদের। সবগুলো ম্যাচেই বড় ব্যবধানে পরাজয় বাংলাদেশ দলের।
https://youtu.be/a5_XqaKME4Y
Leave a Reply