এশিয়ানবার্তা: স্প্যানিশ ফুটবল তাদেরকে নিয়েই উত্তাল । কিন্তু সমর্থকদের বিচারে লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনােলদো লা লিগা ইতিহাসের সর্বকালের সেরার দৌড়ে এখনো অনেক পিছিয়েই।
রিয়াল মাদ্রিদের হয়ে এখনও পর্যন্ত ৩৬৭ গোল করেছেন রোনালদো। তার মধ্যে লা লিগায় মোট গোল ২১৬। কিন্তু ১৯২৯ সালে লা লিগা শুরু হওয়ার পর থেকে মোট ৯১১৭ জন ফুটবলারের পারফরম্যান্স বিচার করে তৈরি হওয়া সাম্প্রতিক সমীক্ষায় উঠে এসেছে অন্য ছবি। সেখানে রিয়াল মাদ্রিদ তারকা রয়েছেন ২৩ নম্বরে
পাঁচবারের ব্যালন ডি’ওর জয়ী বার্সেলোনা তারকা লিও মেসির ঝুলিতে আটটি লা লিগা ও চারবার চ্যাম্পিয়ন্স লিগ জয়ের রেকর্ড থাকলেও তিনি রয়েছেন চার নম্বরে।
মেসি-রোনালদোর চেয়ে স্প্যানিশ ফুটবলপ্রেমীদের মনে এখনো তাজা প্রাক্তন তারকা রাউল গঞ্জালেসের ফুটবল। তিনি রয়েছেন এক নম্বরে। সমীক্ষায় ৪৯ নম্বরে প্রাক্তন স্প্যানিশ তারকা জাভি হার্নান্দেজ।
Leave a Reply