এশিয়ানবার্তা: স্থানীয় সরকার নির্বাচন ও গত জাতীয় সংসদ নির্বাচনের সময় নির্বাচনী ব্যবস্থার প্রতি আমাদের যে অনীহা সৃষ্টি হয়েছিল অনেক দিনের বিরতিতে নারায়ণগঞ্জের নির্বাচন সেই সব অনীহা দূর করে দিয়েছে এবং আওয়ামী লীগ ও বিএনপির অনেক কিছুকেই ইতিবাচক হিসাবে আমাদের সামনে উপস্থিত করেছে। এই নির্বাচন শান্তিপূর্ণভাবে হয়েছে এটাই আমাদের কাছে এখন স্বস্তির বিষয়। এই ধরণের সুষ্ঠু একটা নির্বাচনের মাধ্যমে যিনি নির্বাচিত হয়েছেন তাকে অবশ্যই অভিনন্দন জানাতে হবে।
বৃহস্পতিবার রাতে চ্যানেল আই-এর আজকের সংবাদপত্র অনুষ্ঠানে এমন মন্তব্য করেন সিনিয়র সাংবাদিক মিজানুর রহমান খান।
তিনি আরো বলেন, এই নির্বাচন থেকে আমরা যেই বার্তা পেলাম সেটা হচ্ছে, আইভী নারায়ণগঞ্জে একটা সুশাসন দিয়েছিলেন। শহরকেন্দ্রিক নির্বাচনের ক্ষেত্রে আমরা দেখতে পাই যিনি আগে ক্ষমতায় ছিলেন তার প্রতি সাধারণ মানুষের একটা নেতিবাচক ধারণা তৈরি হয় এবং জনগণ আর তাকে ভোট দিতে চায় না। কিন্তু এই ক্ষেত্রে নারায়ণগঞ্জের নির্বাচন একটা ভিন্নমাত্রা যুক্ত করেছে।
আইভীকে গতবার মানুষ ভালোবেসে ভোট দিয়েছিল। কোন দলের কারণে ভোট দেয়নি। আর আইভীও জনগণের সেই ভালোবাসা ধরে রেখেছিলেন। আইভীর থেকে আমরা আরো একটা বড় শিক্ষা নিতে পারি। সেটা হচ্ছে, তিনি ক্ষমতায় থেকেও সবার সাথে নিরপেক্ষ আচরণ করেছেন। সঠিক গণতন্ত্র চর্চার এটা অবশ্যই একটা বড় গুণ।
মিজানুর রহমান খান আরো বলেন, আমরা সার্বিকভাবে একটা কথা বলতে পারি সেটা হচ্ছে, আমাদের দেশ এখন সার্বিকভাবে অনেক ভালো অবস্থানে আছে। আমি আশা করবো বিএনপি তাদের এই পরাজয়কে মেনে নেবে এবং আইভীকে স্বাগত জানাবে।
Leave a Reply