এশিয়ানবার্তা: বর্তমান সরকারকে উন্নয়নবান্ধব দাবি করে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বারবার হত্যার ষড়যন্ত্র হয়েছে। কিন্তু আল্লাহর রহমত থাকায় তিনি এখনো বেঁচে আছেন। আর শেখ হাসিনা বেঁচে আছেন বলেই দেশের তৃণমূল পর্যায়ে উন্নয়ন হচ্ছে।’
শুক্রবার ঝালকাঠির নলছিটি পৌরসভায় বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিল্পমন্ত্রী বলেন, ‘এক সময় নলছিটি তৃতীয় শ্রেণির পৌরসভা ছিল, সেখান থেকে দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করেছি। পৌর এলাকায় আরো উন্নয়ন করা হবে।’
নলছিটি পৌরসভার মেয়র মো. তছলিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহআলম, নলছিটি পৌর আওয়ামী লীগের সভাপতি ডা. এসকেন্দার আলী খান, নলছিটি প্রেস ক্লাবের সভাপতি মো. এনায়েত করিম প্রমুখ।
উল্লেখ্য, নলছিটি পৌরসভার ৪ ও ৫ নম্বর ওয়ার্ডে জলাবদ্ধতা নিরসনে দুই কোটি টাকা ব্যয়ে দুই কিলোমিটার ড্রেন এবং আট লাখ টাকা ব্যয়ে বধ্যভূমিতে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হচ্ছে।
Leave a Reply