এশিয়ানবার্তা:রাজধানীর দক্ষিণখানের আশকোনা হাজি ক্যাম্পের কাছে একটি তিনতালা বাড়িতে জঙ্গি আস্তানায় অভিযান চালাচ্ছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিসিটিসি)। শেষ খবর পাওয়া পর্যন্ত আস্তানা থেকে শিশুসহ দুই নারীর আত্মসমর্পণ করেছে।
অত্মসমর্পণকারী শিশুসহ দুই নারী সদস্যেরা হলেন, জঙ্গি জাহিদের স্ত্রী জেবুন্নেছা ও তার সন্তান এবং অন্য আরেকজন হলেন জঙ্গি মেজর জাহিদের স্ত্রী তৃষ্ণা ও তার সন্তান। তারা আইনশৃঙ্খলাবাহিনীর কাছে অগ্নেয়াস্ত্রসহ বেশ কিছু বিস্ফোরক হস্তান্তর করেছে বলে জানা গেছে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত ১২টার পর ভবনটি ঘিরে ফেলে পুলিশ। ঘটনাস্থলে সোয়াতসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারীবাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে।
এর আগে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড টান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম জানান, ভবনে ৫ জনের অধিক নব্য জঙ্গি সদস্য থাকতে পারে। তাদের মধ্যে নারী ও শিশু রয়েছে।
জানা যায়, পুলিশের পক্ষ থেকে জঙ্গিদের আত্মসমর্পণ করতে বলা হলে তারা তাতে অস্বীকৃতি জানায়। এদের মধ্যে নব্য জেএমবির এক শীর্ষ নেতা রয়েছেন। বিপুল পরিমান গোলা বারুদসহ জঙ্গিদের কাছে শক্তিশালী গ্রেনেডও রয়েছে।
https://youtu.be/E9Qf_NJb3AY
Leave a Reply