এশিয়ানবার্তা: রোববার বিকালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের কাছে ১৩ দফার যে প্রস্তাবনা পেশ করেছেন তা রাজনীতির ক্ষেত্রে কোনো সরকারের পক্ষে হুবহু মানা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সিনিয়র সাংবাদিক ও দৈনিক আমাদের অর্থনীতির সম্পাদক নাঈমুল ইসলাম খান।
রোববার রাত আটটায় একাত্তর টেলিভিশনে একাত্তর সংযোগ অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।
নাঈমুল ইসলাম খান বলেন, রাজনীতির ক্ষেত্রে কোনো সরকারই বিরোধী দলকে ক্ষমতায় আসার জন্য সুযোগ সৃষ্টি করে দিতে চাইবেন না। কারণ এটা আমাদের রাজনীতিতে নেই।
অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির নিজস্ব কোনো ক্ষমতা নেই। তিনি আজকে আমাদের সাদর আমন্ত্রণে গ্রহণ করেছেন এজন্য যে প্রধানমন্ত্রী আগ থেকেই সব কৌশল ঠিক করে রেখেছেন। সুতরাং এটি সুকৌশল ছাড়া আর কিছু নয়।
তিনি আরো বলেন, রাষ্ট্রপতির সাথে সংলাপের ফলাফল তখনই সফল হবে যদি একটি মেরুদ-যুক্ত শক্তিশালী নির্বাচন কমিশন গঠিত হয়। আর যদি না হয় তাহলে এটি রাজনৈতিক সুকৌশল ছাড়া আর কিছুই না।
জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ (জানিপপ)’র চেয়ারম্যান ড. নাজমুল হাসান কলিমুল্লাহ বলেন, নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির যে বিষয়টি সেটি আমাদের রাজনীতি ছিল না। কিন্তু প্রয়ত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সময় এটি তৈরি হয় এবং রাজনৈতিক কৌশলে এটি পরিচিতি পেতে থাকে। সেই আলোকে বিরোধীদলগুলো তাদের ভাবনার খোরাক জুগিয়েছেন।
https://youtu.be/KzmujwFbNos
Leave a Reply