বগুড়া থেকে খালিদ হাসান: মানববন্ধন ও অালোচনা সভার মধ্য দিয়ে বগুড়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপিত হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে শহরের সাতমাথায় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ও দুর্নীতি দমন কমিশন (দুদক) জেলা কার্যালয়ের সহযোগিতায় মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
পরে জেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রাশসক (ডিসি) মো. আশরাফ উদ্দিন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলার পুলিশ সুপার (এসপি) মো.আসাদুজ্জামান। এছাড়া সভায় জেলা দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মো. আনোয়ারুল হক, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুর
রহিম, সাধারণ সম্পাদক প্রফেসর মো. মোজাম্মেল হক, সদস্য ডা. সিএম ইদ্রিস, বাবুল আখতার, জাহাঙ্গীর আলম প্রমুখ বক্তব্য রাখেন।
Leave a Reply