এশিয়ানবার্তা: বিশ্বের বিভিন্ন দেশে নানা অপরাধে জড়িত হয়ে প্রায় ১০ হাজার বাংলাদিশ কারাগারে রয়েছেন। সোমবার জাতীয় সংসদে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, নয় হাজার ৯৬৭ জন বাংলাদেশি কারাগারে রয়েছেন।
১০ম জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের দ্বিতীয়দিন সোমবার বিকেলে তিনি এক প্রশ্নের জবাবে একথা বলেন। এর আগে বিকেল ৪টার দিকে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়।
বগুড়া-০৬ আসনের সংসদ সদস্য মো. নুরুল ইসলাম ওমরের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী জাতীয় সংসদে আরো বলেন, সর্বশেষ তথ্যানুযায়ী বিভিন্ন দেশে অপরাধের সাথে জড়িত হয়ে আটকাধীন ও বিচারাধীন বাংলাদেশির সংখ্যা ৯ হাজার ৯৬৭ জন।
এর মধ্যে মালয়েশিয়ায় ২ হাজার ৪৬৯ জন, সংযুক্ত আরব আমিরাতে এক হাজার ৯৮ জন, ভারতে ২ হাজার ৬৯৭ জন, সৌদি আরবে ৭০৩ জন, যুক্তরাজ্যে ২১৮ জন এবং মিয়ানমারে ৫৭ জন উল্লেখযোগ্য।
তিনি বলেন, আটককৃত বাংলাদেশি নাগরিকরা যাতে সুষ্ঠু বিচার প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত মুক্তি লাভ করতে পারে সেজন্য সংশ্লিষ্ট বাংলাদেশ দূতাবাস প্রয়োজনীয় আইনি সহায়তাসহ অন্যান্য আনুষঙ্গিক সহযোগিতা প্রদান করে থাকে।
দূতাবাস মুক্তিপ্রাপ্ত অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি নাগরিকদের দেশে প্রত্যাবসনের জন্য ট্রাভেল পারমিট প্রদান করে থাকে।
Leave a Reply