এশিয়ানবার্তা : বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান এবং একাত্তর টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোজাম্মেল হক বাবুর বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা হয়েছে।
মঙ্গলবার ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতে চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর মামলাটি করেন
বিচারক মামলাটি আমলে নিয়ে আগামী ৮ ফেব্রুয়ারি বিবাদীদের আদালতে হাজির হয়ে জবাব দাখিলের নির্দেশ দিয়েছেন।
মঙ্গলবার মামলা দায়ের করা হলেও বুধবার মামলার বিষয়টি গণমাধ্যমের সামনে আসে।
মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদুর রেজা সাগর।
বুধবার দুপুরে তিনি গণমাধ্যমকে বলেন, “মামলাটাই বড় কথা। আপাতত আর কিছু বলার নেই।”
মামলার আবেদনে বলা হয়েছে, গত ১৩ নভেম্বর রাজধানীর ঢাকা ক্লাবে অনুষ্ঠিত ‘মিডিয়া ইউনিটি’র এক সভায় মাহফুজুর রহমান ও মোজাম্মেল হক বাবু চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরকে উদ্দেশ করে অসৌজন্যমূলক বক্তব্য রাখেন। সেখানে এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান ‘সংস্কৃতির রাজাকার’ বলে সাগরকে আখ্যা দেন।
ওই ঘটনায় বাদীর মানহানি হয়েছে উল্লেখ করে আদালতে মামলাটি দায়ের করা হয়েছে। ফরিদুর রেজা সাগরের পক্ষে মামলা পরিচালনা করছেন ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ।
Leave a Reply