ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়া- ৫ আসনের জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান বলেছেন, সাংবাদিকদের নৈতিকতার এবং সততার সাথে দায়িত্ব পালন করতে হবে। দেশের কল্যানে নিজেদের ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, সাংবাদিক এনামুল বারী বাদশা ধুনট উপজেলায় সততা ও সাহসিকতার সাথে সাংবাদিকতা করেছে। এজন্য তিনি মানুষের হৃদয়ে জায়গা তৈরী করেছেন। তার আদর্শে আগামী দিনে সাংবাদিকদের কাজ করতে হবে।
সোমবার বিকেলে বগুড়ার ধুনটে প্রয়াত সাংবাদিক এনামুল বারী বাদশা’র শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা গুলো বলেন।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন উত্তরাঞ্চল ফেডারেল সাংবাদিক পরিষদের সভাপতি ও শিবগঞ্জ পৌরসভার মেয়র তৌহিদুর রহমান মানিক। তিনি বলেন, মফস্বল সাংবাদিকতায় প্রয়াত এনামুল বারী বাদশা ছিলেন একটি উজ্জল নক্ষত্র। তার মৃত্যুতে মফস্বল সাংবাদিকতায় একটা শুন্যতা সৃষ্টি হয়েছে।
স্মরণসভা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক রফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব একেএম তৌহিদুল আলম মামুন, ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ্, সাবেক পৌর প্রশাসক আকতার আলম সেলিম, উপজেলা আ.লীগের যুগ্ম সম্পাদক মহসিন আলম, ধুনট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাল
মিয়া, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জেএম রউফ, বগুড়া প্রেসক্লাবের সহসভাপতি জিয়া শাহীন, ধুনট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শ্রাবণ, দৈনিক প্রথম আলো’র ধুনট প্রতিনিধি সাংবাদিক মাসুদ রানা, সাংবাদিক ইমরান হোসেন ইমন, কামরুল হাসান আনছারী ও মনিরুজ্জামান।
অনুষ্ঠানে বিএফইউজে’র যুগ্ম মহাসচিব জেএম সজল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন, সহসভাপতি গোলাম সোবহান, রেজাউল ইসলাম, আহসান হাবিব, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, দৈনিক আমাদের সময় পত্রিকার ষ্টাফ রিপোর্টার প্রদীপ মোহন্ত, প্রথম আলো পত্রিকার শিবগঞ্জ প্রতিনিধি পরাগ সিদ্দিকী, ধুনট প্রেস ক্লাবের দফতর
সম্পাদক জিল্লুর রহমান, কার্য-নির্বাহী সদস্য জাহিদুল ইসলাম, সাংবাদিক রাসেল মাহমুদ, ফোরহাদ হোসেন, জাহাঙ্গীর আলম, মাও: আরিফুল ইসলাম ও কারিমুল হাসান লিখন প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply