গাইবান্ধা থেকে ফারুক হোসেন: গাইবান্ধার ফুলছড়ি কালভাট ভেঙ্গে বালু ভর্তি ট্রলি চাপা পরে মুন্না (৯) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। রোব্বার বেলা ১২টায় উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের ঘোলদহ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মুন্না ওই গ্রামের নওশা আলমের ছেলে এবং সৈয়দপুর সরকারী প্রথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্র।
কঞ্চিপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হালিম সরকার মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করে জানান বালু ভর্তি একটি ট্রলি ঘোলদহ গ্রামে আসার পথে বাঁধ সংলগ্ন একটি কালভার্টের উপরে উঠলে কালভার্টটি ভে্েঙ্গ যায় এবং ট্রলির পেঁছনে ঝুলে থাকা শিশুটি চাপা পড়ে।
https://youtu.be/2O6YWAPI32w
Leave a Reply