দিনাজপুর থেকে মোঃ আসাদুজ্জামান আসাদ: দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিট প্রকল্পের সার্বিক নির্মাণ কাজ ৭০ শতাংশ অগ্রগতি। সেই সাথে ৯০ শতাংশ মালামাল সাইটে পৌছেছে বলে জানিয়েছেন বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক ২৭৫ মেগাওয়াট তৃতীয় ইউনিটের প্রকল্প পরিচালক চৌধুরী মোহাম্মদ নুরুজ্জামান। বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের উত্তর পশ্চিমপার্শ্বের এই তৃতীয় ইউনিটের নির্মাণ কাজ চলছে।
নির্মাণ কাজে ঠিকাদারী প্রতিষ্ঠান চায়না হারবিন ইলেকট্রনিক্স ইন্টারন্যাশনাল কোম্পানী তৃতয়ি ইউনিটের নির্মাণ কাজ করছেন। গতকাল শনিবার সরেজমিনে দেখা যায় বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রে ২৭৫ মেগাওয়াট তৃতীয় ইউনিটে দেশী বিদেশী চায়না প্রকৌশলী ও দেশী শ্রমিক প্রায় ১৩০০ জন রাত দিন ২৪ ঘন্টা পালাক্রমে কাজ করে যাচ্ছে।
নির্মাণ কাজ বিষয়ে চায়না হারবিন ইলেকট্রনিক্স ইন্টারন্যাশনাল কোম্পানীর প্রধান প্রকৌশলী মি. লি ঝাউ এর সাথে কথা বললে তিনি জানান, নির্ধারিত সময়ের আগে প্রকল্পের নির্মাণ কাজ সম্পন্ন করতে পারবো এবং তৃতীয় ইউনিটের জন্য পরিবেশের উপর তেমন কোন প্রভাব পড়বে না।
Leave a Reply