গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জস্থ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ২৮ অক্টোবর ২০১৬ শুক্রবার সকাল ১০-১১টা এ ইউনিট এবং দুপুর ২-৩টা পর্যন্ত বি ইউনিট সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
এ ও বি ইউনিটের পরীক্ষায় প্রায় ৯০% শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অত্র বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ গোপালগঞ্জ শহরের ১৩টি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি প্রিন্ট এবং
ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের বলেন, জেলা ও পুলিশ প্রশাসন, এলাকাবাসী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের সহযোগিতায় পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।
উল্লেখ্য যে, এ ইউনিটে ২৫১ আসনের জন্য ১৪,২১২জন, বি ইউনিটে ৫৭৮ আসনের জন্য ৮,৮৬২ জন শিক্ষার্থী আবেদন করে।
Leave a Reply