এশিয়ানবার্তা নিউজরুম : দারিদ্র্যমুক্ত দেশ গড়তে কাজ করুন : জাতীয় কাউন্সিলে নেতাকর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রী
# বাংলাদেশই এখন উন্নয়নের রোল মডেল
# প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থাকার অঙ্গীকার বিদেশি অতিথিদের
# শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎসহ দশ খাতে অগ্রাধিকার দিল আওয়ামী লীগ : ২০তম জাতীয় সম্মেলনের ঘোষণা
# চীনের সঙ্গে সেতুবন্ধ আরও দৃঢ় হবে : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী
# জেএসসি-জেডিসি পরীক্ষার বিষয়ে শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলন আজ
# পররাষ্ট্রমন্ত্রী কানাডা যাচ্ছেন আজ : প্রধান এজেন্ডা, বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীকে ফিরিয়ে আনা
# শিশু ও মাতৃমৃত্যু রোধে বাংলাদেশের অর্জন বিস্ময়কর : স্পিকার
# কবি শামসুর রাহমানের জন্মদিন আজ
# রাজধানীর জুরাইনে গ্যাস লাইনের আগুনে একই পরিবারের চার সদস্যসহ দগ্ধ পাঁচ জন
# রাজধানীসহ সারাদেশে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
## দারিদ্র্যমুক্ত দেশ গড়তে কাজ করুন : জাতীয় কাউন্সিলে নেতাকর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে নেতা-কর্মীদের আত্মনিয়োগের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, নিজ নিজ এলাকায় কতজন দরিদ্র ও গৃহহারা মানুষ রয়েছে, আপনারা তাদের তালিকা তৈরি করুন। তারা যেন বেঁচে থাকতে পারে, তার ব্যবস্থা আমরা করে দেব। তারাও আমাদের নাগরিক, তাদের প্রতি আমাদের দায়িত্ব রয়েছে। প্রধানমন্ত্রী ২০৪১ সালের মধ্যে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গঠন করতে দলীয় নেতা-কর্মী, কাউন্সিলরসহ জনগণের সকল নির্বাচিত প্রতিনিধি এবং সংসদ সদস্য, পৌরসভা, সিটি কর্পোরেশন ও উপজেলা চেয়ারম্যান থেকে শুরু করে ওয়ার্ডের সব নির্বাচিত প্রতিনিধি এবং সংগঠনের নেতা-কর্র্মীদের প্রতি এই আহবান জানান। তিনি গতকাল ২২ অক্টোবর শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ আওয়ামী লীগের ২০তম জাতীয় কাউন্সিলের উদ্বোধন অনুষ্ঠানে সভাপতির ভাষণে এ আহ্বান জানান।
বিস্তারিত দেখনু : ইনকিলাব, অবজারভার, সংবাদ, সমকাল, যুগান্তর, প্রথম আলো, জনকণ্ঠ, নিউজ টুডে, এশিয়ান এজ লিড নিউজ ।
## বাংলাদেশই এখন উন্নয়নের রোল মডেল : প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থাকার অঙ্গীকার বিদেশি অতিথিদের
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থাকার জন্য অঙ্গীকার করলেন বিদেশি অতিথিরা। বিশ্বের বিভিন্ন দেশের অতিথিরা বললেন, বাংলাদেশই এখন উন্নয়নের রোল মডেল। বাংলাদেশের আর্থসামাজিক উন্নতিতে আওয়ামী লীগের বিশেষ ভূমিকার কথাও স্মরণ করলেন তারা। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্ত্রাস ও জঙ্গিবিরোধী অবস্থানকে স্বাগত জানিয়ে বিদেশি অতিথিরা বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন শুধু বাংলাদেশের নয়, বিশ্বের জননেত্রী। গতকাল ২২ অক্টোবর শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের উদ্বোধন অধিবেশনে বিভিন্ন দেশের অতিথিরা এমন অভিমত প্রকাশ করেন। আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে ১২টি দেশের ৫৫ জন বিদেশি রাজনৈতিক দলের অতিথি হিসেবে যোগ দেন। এ সময় ১৭ জন বিদেশি অতিথি বক্তব্য রাখেন।
বিস্তারিত দেখনু : জনকণ্ঠ , ভোরের কাগজ, ডেইলি সান, নিউজ টুডে।
## শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎসহ দশ খাতে অগ্রাধিকার দিল আওয়ামী লীগ : ২০তম জাতীয় সম্মেলনের ঘোষণা
উন্নয়ন ও অগ্রগতির মহাসড়কে এখন বাংলাদেশ। সর্বস্তরে উন্নয়ন এবং সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ ২০তম জাতীয় সম্মেলনে দশটি খাতে অগ্রাধিকার দিয়ে নতুন কর্মকৌশল ঘোষণা করেছে। এগুলো হচ্ছে দারিদ্র্য বিমোচন এবং খাদ্য ও পুষ্টি নিরাপত্তা বিধান, স্বাস্থ্য ও শিক্ষা, সন্ত্রাস-জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার অবসান, বিদ্যুৎ ও জ্বালানি, তথ্য প্রযুক্তি সম্প্রসারণ ও আইসিটি খাত উন্নয়ন, বৃহৎ প্রকল্প বাস্তবায়ন, ব্লু-ইকনোমি-সমুদ্র সম্পদভিত্তিক উন্নয়ন, বেসরকারি খাত ও বাজার ব্যবস্থার সম্প্রসারণ, দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং গণতন্ত্র ও কার্যকর সংসদ ও গণমুখী দক্ষ জনপ্রশাসন নিশ্চিত করা। আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকার আশা করছে, এই দশ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশের সমপর্যায়ে পৌঁছবে বাংলাদেশ।
বিস্তারিত দেখনু : জনকণ্ঠ , ডেইলি সান, বাংলাদেশ টুডে, ইনকিলাব, অবজারভার, ইন্ডিপেনডেন্ট লিড নিউজ ।
## চীনের সঙ্গে সেতুবন্ধ আরও দৃঢ় হবে : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী
চীনকে বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, এই মুহূর্তে বাংলাদেশের উন্নয়নের সবচেয়ে বড় সহযোগী দেশ চীন। দু’দেশের সরকার ও জনগণের মধ্যে যে সেতুবন্ধ গড়ে উঠেছে, ভবিষ্যতে তা আরও দৃঢ় হবে। আওয়ামী লীগের ২০তম জাতীয় কাউন্সিলে যোগ দিতে আসা চীনের কমিউনিস্ট পার্টির নেতাদের সম্মানে গতকাল ২২ অক্টোবর শনিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত নৈশভোজে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
বিস্তারিত দেখনু : সমকাল, ইত্তেফাক।
## জেএসসি-জেডিসি পরীক্ষার বিষয়ে শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলন আজ
জেএসসি-জেডিসি পরীক্ষার বিষয়ে ব্যাখ্যা করতে আজ ২৩ অক্টোবর রোববার সংবাদ সম্মেলন করছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
বিস্তারিত দেখনু : সমকাল , ইত্তেফাক, অবজারভার, নিউজ টুডে ।
## পররাষ্ট্রমন্ত্রী কানাডা যাচ্ছেন আজ : প্রধান এজেন্ডা, বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীকে ফিরিয়ে আনা
পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী দু’দিনের কানাডা সফরের উদ্দেশে আজ ২৩ অক্টোবর রোববার ঢাকা ত্যাগ করছেন। সফরকালে তিনি কানাডার পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন ডিয়নের সঙ্গে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক করবেন। বাংলাদেশের পক্ষ থেকে এ বৈঠকের প্রধান এজেন্ডা কানাডায় পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীকে ফিরিয়ে আনা বিস্তারিত দেখনু : যুগান্তর , জনকণ্ঠ ।
## শিশু ও মাতৃমৃত্যু রোধে বাংলাদেশের অর্জন বিস্ময়কর : স্পিকার
শিশু স্বাস্থ্যের উন্নয়ন স্বাস্থ্য খাতের উন্নয়নের প্রবেশদ্বার। শিশুদের পুষ্টি চাহিদা মেটাতে স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধির সঙ্গে সঙ্গে সচেতনতামূলক প্রচারণা অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরী। তিনি গত ২১ অক্টোবর শুক্রবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় মিলনায়তনে বাংলাদেশ পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত ১৯তম দ্বিবার্ষিক এবং ৪র্থ আন্তর্জাতিক শিশুবিষয়ক সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান।
বিস্তারিত দেখনু : ভোরের কাগজ, ডেইলি সান, নিউজ টুডে।
## কবি শামসুর রাহমানের জন্মদিন আজ
বাংলা সাহিত্যের অন্যতম প্রাণপুরুষ কবি শামসুর রাহমানের ৮৮তম জন্মদিন আজ। দিবসটি যথাযোগ্য মর্যাদা দিয়ে উদ্যাপন করতে যৌথ উদ্যোগ নিয়েছে বাংলা একাডেমি, জাতীয় কবিতা পরিষদ ও শামসুর রাহমান স্মৃতি পরিষদ।
বিস্তারিত দেখনু : প্রথম আলো , সংবাদ , অবজারভার , ইন্ডিপেনডেন্ট ।
## জুরাইনে গ্যাস লাইনের আগুনে একই পরিবারের চার সদস্যসহ দগ্ধ পাঁচ জন
রাজধানীর জুরাইনের একটি টিনসেড বাসায় অগ্নিকা-ে একই পরিবারের চারজনসহ মোট পাঁচজন ˜গ্ধ হয়েছেন। তাদের মধ্যে দুই শিশু ও দুই নারী রয়েছেন। গতকাল ২২ অক্টোবর শনিবার সকালে এ ঘটনার পর তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। সংযোগ পাইপের ছিদ্র দিয়ে বেরিয়ে আসা গ্যাস আগুনের সংস্পর্শে আসায় এ দুর্ঘটনা ঘটে বলে ধারনা করা হচ্ছে।
বিস্তারিত দেখনু : সমকাল , জনকণ্ঠ, নিউজ টুডে, বাংলাদেশ টুডে।
## রাজধানীসহ সারাদেশে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
শোভাযাত্রা, সমাবেশসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে রাজধানীসহ সারাদেশে গতকাল ২২ অক্টোবর শনিবার পালিত হয়েছে ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’। এ উপলক্ষে সকাল সাড়ে দশটায় শিল্পকলা একাডেমি থেকে নিরাপত্তা সড়ক চাই উদ্যোগে বের হয় একটি শোভাযাত্রা। শোভাযাত্রাটি কাকরাইল মোড়, বিজয়নগর, পন্টন মোড় হয়ে মুক্তাঙ্গণে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এছাড়া রাজধানী ছাড়াও বিভিন্ন জেলা-উপজেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল ‘দোষারোপ নয়, দুর্ঘটনার কারণ জানতে হবে, সবাইকে নিয়ম মানতে হবে’।
বিস্তারিত দেখনু : সংবাদ , প্রথম আলো , বাংলাদেশ টুডে, ইন্ডিপেনডেন্ট ।
সম্পাদনায় : এফ শাহজাহান / উম্মে ফারিয়া আক্তার মীম / আব্দুল খালেক নান্নু / ফারজানা শ্রাবণী
Leave a Reply