বগুড়া (আদমদীঘি) থেকে আবু হাসান: বগুড়ার আদমদীঘি উপজেলায় ৯৮টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১২টি বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। ওই ১২টি বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে চালানো হচ্ছে কার্যক্রম। এছাড়াও উপজেলায় ৩৮জন সহকারী শিক্ষকের পদ শুন্য রয়েছে। ফলে প্রশাসনিক কার্যক্রম সহ ছেলে মেয়েদের পড়াশুনা বিঘি-ত হচ্ছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানাগেছে,উপজেলায় মোট ৯৮টি সরকারী প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এরমধ্যে ১২টি বিদ্যালয়েই প্রধান শিক্ষকের পদ দীর্ঘদিন যাবত শূন্য রয়েছে।
এগুলো হলো,উপজেলার সান্তাহার পৌর সভার সান্তাহার একাডেমি,সান্তাহার ইউপির প্রাননাথপুর,নশরৎপুর ইউপি পুশিন্দা,চাঁপাপুর ইউপি বন্তইর,কয়াকুঞ্চি,বরিয়াবার্তা,ঝাকইর,কুন্দগ্রাম ইউপির শিববাটি,হরিনমানা,কাথলা,ছাতুয়াসিংড়া,কুশাবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়।
এসব বিদ্যালয়ে প্রধান শিক্ষক না থাকায় একজন সহকারী শিক্ষককে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব দিয়ে চালানো হচ্ছে দাপ্তরিক ও প্রশাসনিক কার্যক্রম। এ ছাড়াও এই উপজেলায় ৩৮জন সহকারী শিক্ষকের পদ শুন্য রয়েছে।
অবিভাবকরা জানান,ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকরা প্রায় দিনই উপজেলা সদরে দাপ্তরিক কাজে ব্যস্ত থাকায় কোমলমতি ছাত্র-ছাত্রীদের পড়াশুনা বিঘি-ত হচ্ছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদ রানা জানান,যে সকল বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের পদ শুন্য রয়েছে সে সব বিদ্যালয়ের তালিকা উর্দ্ধতন কর্তপক্ষ বরাবর প্রেরন করা হয়েছে।
Leave a Reply