আব্দুল খালেক নান্নু: বিল-পুকুরের রুই কাতলার ঢল নেমেছে বগুড়া শহরের নালা নর্দমায়। পুরো বর্ষা কাল চলে গেলেও এই শরৎ কালের আশ্বিন মাসের শেষে অসময়ের বর্ষা।
গত ২ দিনের প্রবল বর্ষনে বগুড়া শহরের প্রান কেন্দ্র শহীদ চান্দু স্টেডিয়ান সংলগ্ন খান্দার এলাকার কার মাইকেল রোডের ড্রেনে মাছ মারার ধুম পড়েছে। সোম ও মঙ্গলবার ২ দিনের প্রবল বর্ষনে এই ড্রেনের পানিতে অজানা উৎস থেকে আসা মাছ ধরা পড়ছে দেশীয় জালে। মঙ্গলবার দিনভর রাস্তার ড্রেনে মাছ ধরার এক বিরল দৃশ্য দেখে থমকে দাঁড়িয়েছে পথচারিরা।
কার মাইকেল রোডের পশ্চিম পার্শে ওয়ান্ডারল্যান্ড পার্ক পর্যন্ত স্থানীয়রা বেশ কয়েকটি স্পটে মাছ ধরেছেন উৎসবের আমেজে । এসময় খান্দার এলাকার মন্টু মিয়ার জালে বড় বড় রুই কাতলা ধরা পড়লে দেখার জন্য আশে পাশের লোকজন এসে ভিড় জমায়।
৬০ ফুটের মধ্যে ৩টি স্পটে আজ ভোর থেকে তারা এক অভিনব কায়দায় জাল ফেলে মাছ ধরছেন। স্থানীয়রা বলছেন, গত ২ দিনের প্রবল বর্ষনে কিছু পুকুর তলিয়ে জাওয়ায় এই মাছের আবির্ভাব ঘটেছে বলে মনে হচ্ছে। সে যাই হোক শহরের রাস্তা ঘাটে এমন মাছ ধরার দৃশ্য পথচারিদের বেশ মুগ্ধ করেছে।
Leave a Reply