চুয়াডাঙ্গা থেকে মিরাজুল ইসলাম : “পুলিশই জনতা জনতাই পুলিশ” এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় দামুড়হুদা মডেল থানা চত্বরে উপজেলা আ:লীগের সভাপতি পুলিশিং কমিটির সভাপতি সিরাজুল আলম ঝন্টুর সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর। প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার রশীদুল হাসান। বিশেষ অতিখি হিসাবে বক্তব্য রাখেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো: রফিকুল হাসান, এসিল্যান্ড মো: আব্দুল হালিম,পারকৃষ্টপুর-মদনা ইউনিয়ন চেয়ারম্যান এ এস এম
জাকারিয়া আলম, কুড়–লগাছি ইউনিয়ন চেয়ারম্যান শাহ এনামুল করিম ইনু, জুড়ানপুর ইউনিয়ন চেয়ারম্যান সোহরাব হোসেন, কার্পাসডাঙ্গা ইউনিয়ন চেয়ারম্যান খলিলুর রহমান ভুট্টু, হাউলী ইউনিয়ন চেয়ারম্যান মহাম্মদ আলী শাহ মিন্টু ও দামুড়হুদা ইউনিয়ন চেয়ারম্যান শরিফুল আলম মিল্টন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান।
Leave a Reply