ইংল্যান্ড থেকে এশিয়ানবার্তার বিশেষ প্রতিনিধি জিয়াউল হক :: মায়ানমারের সামরিক জান্তা নির্ভর সরকার ও বৌদ্ধ সন্ত্রাসী কর্তৃক অসহায় রোহিঙ্গাদের বিরুদ্ধে পরিচালিত সন্ত্রাস, সহিংসতা ও জাতিগত নির্মূল অভিযানের প্রতিবাদে উত্তর পূর্ব ইংল্যন্ডের Newcastle Upon Tyne শহরে এক প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচী বাস্তবায়িত হয়।
স্থানীয় লেবার দলীয় এমপি Chi Onwurah সহ অন্যান্য কাউন্সিলর এবং মুসলিম, খৃশ্চিয়ান ও জিউইশ কমিউনিটির নেতৃবৃন্দ বার্মায় রোহিঙ্গা নিধনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এক যোগে রাস্তায় নেমে আসেন বিক্ষোভ কর্মসূচীতে অংশ নিতে। সকলেই ব্রিটিশ সরকারসহ আন্তর্জাতিক সমাজ ও বার্মার সরকারের কাছে দাবী জানান, রোহিঙ্গা নীধন কর্মসূচী বন্ধ করার জন্য। সেই সাথে রোহিঙ্গাদের সকল ধরনের মৌলিক মানবাধিকার প্রদানে সকলকে যৌথভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
স্থানীয় কাউন্সিলর হাবিব রহমান, দিপু আহাদ, মুসলিম ইমাম মাওলানা তারেক , স্থানীয় কমিউনিটি লিডার আখলু মিঞা, লুৎফর রহমান, আমিনুল ইসলামসহ অনেকেই বিক্ষোভ কর্মসূচী বাস্তবায়নে সহায়তা করেন।
Leave a Reply