কলকাতা প্রতিনিধি: তিনি বরাবরই মানুষের স্বার্থে কাজ করে এসেছেন, রেয়াত দেননি কোনও পুজিঁপতি শিল্পপতিকেও তাই তো তিনি তাঁর কথা মতো সিঙ্গুরের অনিচ্ছুক চাষীদের জমি ফিরিয়ে দিতে সক্ষম হয়েছেন। ব্যবহার করতে দেননি চাষের দো ফসলি জমি টাটাদের কারখানা বানাতে।
আজ ও তিনি অর্থাৎ তৃণমূল সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের নোট বাতিল সিদ্ধান্তের বিরুদ্ধে লড়াইয়ে খামতি দিচ্ছেন না । বিজেপি-র কেন্দ্রীয় সভাপতি অমিত শাহ যতই টিপ্পনী কাটুন না কেন, তিনি যে লড়াই চালিয়ে যাবেন তা প্রতিদিনই পরিষ্কার করে দিচ্ছেন। এতদিন মৌখিক সমালোচনা চালিয়ে গেলেও এবার তিনি এই সিদ্ধান্তের বিরুদ্ধে দিল্লি যাচ্ছেন।
এর জন্য সোম ও মঙ্গলবারের বাঁকুড়া সফর বাতিল করেছেন তিনি। আম জনতার স্বার্থে ছুটছেন দিল্লী। সেখানে আগামী ১৬ বা ১৭ তারিখ রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন তিনি। সূত্রের খবর দেশে ৫০০ ও ১০০০ রুপির নোট বাতিল ইস্যুতে মুখ্যমন্ত্রী কেন্দ্রের বিরুদ্ধে জোটবদ্ধ আন্দোলন গড়ে তুলতে অন্যান্য দলগুলির সঙ্গেও কথা বলতে শুরু করেছেন।
Leave a Reply