এশিয়ানবার্তা: ভারতের বারানসিতে পদদলিত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ২৪ জন এবং আহত হয়েছে ৬০ জনেরও বেশি। শনিবার উত্তর প্রদেশের বারানসির রাজঘাট সেতু এলাকায় আয়োজিত এক ধর্মীয় অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
জয় গুরুদেব নামে এক ধর্মীয় নেতার অনুগামীরা দুদিনের ক্যাম্প উপলক্ষ্যে জড়ো হচ্ছিলেন গঙ্গার ধারে ডোমরি গ্রামে।
ঠিক সেইসময় ভিড়ের চাপে রাজঘাট সেতুর ওপর পদদলিত হয়ে নিহত হয় ২৪ জনের। নিহতদের পরিবারকে মাথা পিছু ২ লক্ষ টাকা ও আহতদের জন্য ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছে উত্তরপ্রদেশ সরকার।
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব জানিয়েছেন আহতদের বিনা খরচে চিকিৎসাসেবা দেওয়া হবে।
Leave a Reply