নওগাঁ প্রতিনিধি : আলোচনা সভার, কেক কাটা ও র্যালীর মধ্যে দিয়ে নওগাঁয় দৈনিক ইত্তেফাকের ৬৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।শনিবার সকাল সাড়ে ১১ টায় জেলা প্রেসক্লাবে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি অ্যাড. একেএম ফজলে রাব্বী বকু।
জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার রাবিকুল আকতার, একুশে পরিষদের সভাপতি অ্যাড. ডিএম আব্দুল বারি, জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি এমদাদুল হক সুমন, কায়েশ উদ্দিন, সহ-সভাপতি আজাদ হোসেন মুরাদ, সিনিয়ন সাংবাদিক এবিএম রফিকুল ইসলাম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল জেলার সমন্বয়ক জয়নাল আবেদিন মুকুল, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি প্রদ্যুৎ ফৌজদার, বাংলাদেশের কমিউনিস্ট পাটির সভাপতি অ্যাড. মহসিন রেজা, আবৃত্তি পরিষদের সহ-সভাপতি রফিকুদ্দৌলা রাব্বি।
বক্তরা দৈনিক ইত্তেফাক পত্রিকার বর্ণাঢ্য কর্মপথ চলা এবং নানান দিক নিয়ে আলোচনা করেন। তারা এ সময় বলেন, সার্বভৌমত্ব, মানুষের অধিকার রক্ষা, সমাজে পিছিয়ে থাকা বা খেটে খাওয়া মানুষের অধিকার সুরক্ষা, দেশের স্বাধীনতা অর্জনের প্রশংনীয় ভূমিকার কথা তুলে ধরেন।
ক্লাবের য্গ্মু সম্পাদক শফিক ছোটন অনুষ্ঠানে সঞ্চালন করেন। আর স্বাগত বক্তব্য রাখেন দৈনিক ইত্তেফাক পত্রিকার নওগাঁ প্রতিনিধি তন্ময় ভৌমিক।
অনুষ্ঠানে জেলা প্রেসক্লাবের সদস্যবৃন্দ, বরেন্দ্র রেডিও, দৈনিক ‘প্রথম আলো’ পত্রিকার বন্ধু সভার জেলার সভাপতি তসলিমা আক্তার, উদিচী শিল্পগোষ্ঠী, আবৃত্ত পরিষদ, মানাপ, নওগাঁ থিয়েটারসহ বিভিন্ন সামাজিক সংগঠনের কলাকুশলী অংশগ্রহণ করেন। আলোচনা সভা শেষে কেক কেটে দৈনিক ইত্তেফাক পত্রিকার ৬৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। পরে একটি র্যালী জেলা প্রেসক্লাব থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
Leave a Reply