গাইবান্ধ প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জের আদমপুরে খ্রিষ্টান আন্তঃমন্ডলীক ঐক্য পরিষদের আয়োজনে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে শনিবার বড়দিন উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচীর উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ। উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের আদমপুর লুথারেম চার্চ প্রাঙ্গনে অনুষ্ঠানের শুরুতেই রংপুরের পালক প্রধান রেভাঃ বার্নাবাস হেম বাইবেলের পাঠের মধ্যদিয়ে অনুষ্ঠানের শুভ সুচনা করেন। এরপর এমপি অধ্যক্ষ আবুল কালাম আজাদ খ্রিষ্টান সম্প্রদায়ের সাঁওতাল, বাঙ্গালী, ওরাও, মাহলী শিশুদের সাথে মোমবাতি প্রজ্জ্বলন শেষে কেক কর্তন করেন।
এসময় গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যপরিষদের সভাপতি শৈলেন্দু মোহন রায় স্বপন, উপজেলা পূজাউদযাপন পরিষদের সাধারন সম্পাদক ও কাউন্সিলর রিমন তালুকদার, কাটাবাড়ী ইউপি চেয়ারম্যান রেজাউল কারিম রফিক, আদিবাসী নেত্রী এমেলী হেম্ব্রম, প্রদীপ কুমার। এর আগে সঙ্গীতের মূচ্ছর্নার মধ্য দিয়ে খ্রিষ্টান সম্প্রদায়ের তরুণীরা অতিথিদের বরণ করে নেয়। বড়দিনের এই উৎসবে উপজেলার কাটাবাড়ী, রাজাহার, শাখাহার সাপমারা, গুমানীগঞ্জ ইউনিয়নের ৪৮টি খ্রিস্টান মন্ডলীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে প্রধান অতিথি খ্রিষ্টান সম্প্রদায়ের বয়স্কদের মাঝে কম্বল বিতরণ করেন।
Leave a Reply