কাজিপুর (সিরাজগঞ্জ) থেকে টি এম কামাল: সিরাজগঞ্জের কাজিপুরের মেঘাই গ্রামে একটি বাড়ীর পাশে সরিয়ার ক্ষেতে নির্জন দুপুরে মায়ের চোখ ফাঁকি দিয়ে সুপারি গাছের খোল নিয়ে আনন্দে মেতেছে শিশুরা।
টানাটানি খোলা নিয়ে মহাখুশি। ছবিটি দেখলে অনেকের স্মৃতিতে দোলা দেয় শৈশরের মধুময় দিনগুলোর। সুপারি খোলে বসা আর টানাটানি নিয়ে ঝগড়া, মান-অভিমানের অসংখ্য স্মৃতিকথা, সেদিনের সেই আনন্দ আজও ক্ষণিনের জন্য দোলা দিয়ে যায়।
Leave a Reply