চুয়াডাঙ্গা থেকে মিরাজুল ইসলাম: চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার জয়রামপুর নামক স্থানে ট্রাকের ধাক্কায় একই পরিবারের তিনজন নিহত হয়েছে।
জানাযায়, শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, আন্দলবাড়ীয় গ্রামের শাহেব আলী (২০) নাসরীন আক্তার (৩০) ও নাসরিনের ছেলে রিদয় (৭) মাস। এ দুর্ঘনায় মারাতœক আহত হয়েছে জাহিদ (২০)।
এদুর্ঘটনা সত্যতা নিশ্চিত করে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খাঁন প্রত্যক্ষ্য দর্শীদের উদ্ধৃতি দিয়ে জানান, দামুড়হুদা দশমী পাড়ার জাকির হোসেনের শ্যালক জাহিদ হোসেন(২০) জাকির হোসেনের খালাতো ভাই শাহেব আলী(২০) জাকির হোসেনের স্ত্রী নাসরীন আক্তার(৩০) ও তার সাত মাস বয়সী শিশু পুত্র সন্তান রিদয় কে নিয়ে মোটর সাইকেল যোগে পিতার বাড়ী আন্দুলবাড়ীয়া থেকে দামুড়হুদায় আসছিল এসময় তারা জয়রামপুর শেখ পাড়া হারেজের দোকান নামক স্থানে পৌছালে পিছন দিক থেকে আসা পাথর বোঝাই ১০চাকার ট্রাক যার নং-ঢাকা মেট্রো-ট ১৮-৯৫১০ তাদেরকে চাপা দিলে ঘটনা স্থলেই তিন জন নিহত হয়।
এসময় মারাতœক আহত হয় সদ্য বাংলাদেশ নৌবাহিনিতে চাকুরী পাওয়া জাহিদ মারাতœক আহত হয়েছে তার অবস্থা আশংকা জনক। জাহিদকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে দূত ঢাকায় রেফর্ড করেন। এঘটনায় বিক্ষুব্ধ জনতা ট্রাকটিতে আগুন লাগিয়ে দিলে দূত লোকনাথ পুর- দর্শনার ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে ট্রাকে দেওয়া আগুন নিয়ন্তন করে বলে জানাগেছে। এ দুর্ঘটনায় নিহতদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে ।
Leave a Reply