সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে রঙিন পোষ্টার ও দেওয়ালে পোষ্টার সাটানো আচরণবিধি লংঘনের দায়ে দুই সদস্য প্রার্থীকে চার হাজার টাকা জরিমানা করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসমাইল হোসেন ভ্রাম্যমান আদালতে এই জরিমানা করেন।ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসমাইল হোসেন জানান, বৃহষ্পতিবার বিকালে থানা পুলিশের সহায়তায় জেলার শাহজাদপুর উপজেলায় অভিযান চালানো হয়।
এসময় সিরাজগঞ্জ জেলা পরিষদ নির্বাচন ১৪নং ওয়ার্ড এলাকার সদস্য প্রার্থী শাহাজাদপুর উপজেলার চরকাদই গ্রামের রফিকুল ইসলাম (প্রতিক হাতি) রঙিন পোষ্টার ছাপিয়ে দেওয়ালে এবং একই ওয়ার্ডের সদস্য প্রার্থী কৈজুরী গ্রামের শরিফুল ইসলাম (প্রতিক তালা) দেওয়ালে পোষ্টার সাটায়। যে কারনে এই দুই সদস্য প্রার্থীকে নির্বাচন আচরণবিধি লংঘনের অভিযোগে জেলা পরিষদ নির্বাচন বিধিমালায় প্রত্যেককে দুই হাজার টাকা করে মোট চার হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে অসংখ্য রঙিন ও দেওয়ালে সাটানো পোস্টার তুলে জনসন্মুখে পুড়িয়ে ফেলা হয়।
Leave a Reply