ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনটে মুসুল্লীদের উপস্থিতিতে মুখরিত হয়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম বিশ্ব ইজতেমা ময়দান। কালেরপাড়া ইউনিয়নের সরুগ্রামে বৃহস্পতিবার বাদ ফজর আম বয়ানের মধ্যদিয়ে শুরু হয়েছে ৩৯তম এ ইজতেমা।
সরুগ্রাম ইজতেমা আয়োজক কমিটির মুরুব্বীরা জানান, বৃহস্পতিবার ফজরের নামাজ শেষে বগুড়া মার্কাজ মসজিদের মুফতি আলাউদ্দিন বয়ান পেশ করেন। ইজতেমায় প্রতিদিন ফজর, যোহর, আছর ও মাগরিব নামাজ শেষে বয়ান হয়। প্রথম দিনে যোহরের নামাজ শেষে বগুড়া মার্কাজ মসজিদের মুরুব্বী মাওলানা আব্দুস ছামাদ, আছর নামাজ শেষে মাওলানা আব্দুল মালেক ও মাগরিব নামাজ শেষে ঢাকা কাকরাইল মসজিদের মুরুব্বী মাওলানা রবিউল হক বয়ান পেশ করেন।
বয়ানে আত্মশুদ্ধি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথ, নবী রাসূলের তরিকা ও আল্লাহর ইবাদত বন্দেগী এবং দ্বীন-ইসলামের দাওয়াতে তাবলীগ জামায়াতের গুরুত্ব, কার্যক্রম ও করণীয় উপস্থাপন করা হয়। বৃহস্পতিবার প্রথম দিনেই ইজতেমা ময়দান মুসুল্লীদের উপস্থিতিতে কানাই কানাই পূর্ণ হয়ে ওঠে। প্রত্যেক বছরের ন্যায় এবারও মরোক্কো, চাঁদ, মালোশিয়া ও সৌদি আরবসহ দেশ-বিদেশের মুসুল্লিরা ইজতেমায় ময়দানে আসতে শুরু করেছেন। শুক্রবার ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হবে বৃহৎ জুমা’র নামাজের জামাত। এজন্য শুক্রবার সকাল থেকে হাজার হাজার মুসুল্লী আসবেন ইজতেমা ময়দানে। শনিবার আখেরী মোনাজাতের মধ্য দিয়ে তিন দিন ব্যাপী বিশ্ব ইজতেমা শেষ হবে।
বিশ্ব ইজতেমা আয়োজক কমিটির সদস্য হুমায়ন কবির বলেন, টুঙ্গীর বিশ্ব ইজতেমা ছাড়া ঢাকার বাহিরে প্রথম বিশ্ব ইজতেমা শুরু হয় সরুগ্রামে। এবারের ইজতেমা ৩৯তম। এ কারনে সরুগ্রাম ইজতেমা দেশের দ্বিতীয় বৃহত্তম বিশ্ব ইজতেমা হিসেবে পরিচিত।
ধুনট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, ইজতেমা ময়দান নিরাপত্তা জোড়দার করা হয়েছে। ২৮০জন পুলিশ সদস্য আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত রয়েছেন। এছাড়া ইজতেমা ময়দানে ব্যাপক গোয়েন্দা নজরদারী চলছে। অপরদিকে ইজতেমা এলাকায় যানজট নিরসনে পর্যাপ্ত ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করছেন। #
Leave a Reply