আব্দুল খালেক নান্নু: বগুড়ায় শুভ উদ্বোধন হল ইন্ডিপেন্ডেন্ট জেনারেল হসপিটালের সহযোগী প্রতষ্ঠান ইন্ডিপেন্ডেন্ট মডেল স্কুল এ্যান্ড কলেজ।
বগুড়া মালতিনগর স্টাফ কোয়ার্টর রোডে অবস্থিত বৃহস্পতিবার সকাল ১০ টায় এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বগুড়া জেলা প্রশাসক মোঃ আশরাফ উদ্দিন উপস্থিত থাকার কথা থাকলেও সরকারী কাজে ব্যস্ত থাকায় এই অনুষ্ঠনে উপস্থিত হতে পারেনি। পরে সকাল সাড়ে ১০ টায় এক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এই আধুনিক স্কুলটির উদ্বোধন করা হয়।
বগুড়ার অসংখ্য শিক্ষানুরাগী, শিক্ষার্থীর অবিভাবক সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কুস্টিয়া ইসলামি বিশ্ব বিদ্যালয়ের ফলিত পুস্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের প্রফেসর ড. মোঃ আব্দুস সামাদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইন্ডিপেন্ডেন্ট মডেল
স্কুল এ্যান্ড কলেজ এর চেয়ারম্যান প্রফেসর মোঃ গুলজার রহমান, সিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান মাওলানা আলমগীর হোসাইন, কাহালু উপজেলা চেয়ারম্যান মাওলানা তায়েব আলী প্রমুখ।
Leave a Reply