চুয়াডাঙ্গা থেকে মিরাজুল ইসলাম: চুয়াডাঙ্গায় পাঠভ্যাস উন্নয়ন কর্মসূচির বার্ষিক মূল্যায়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ হলরুমে এ কর্মশালার উদ্বোধন করেন সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস। বিশ্ব সাহিত্য কেন্দ্র আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) পুলক কুমার মন্ডল।
বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মিজানুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল মতিন ও বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রোগ্রাম কো-অর্ডিনেটর প্রদীপ কুমার পাল। বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা পৌর ডিগ্রী কলেজের অধ্যক্ষ শাহজাহার আলী ও উপজেলা একাডেমিক সুপারভাইজার সোহেল আহমেদ।
অনুষ্ঠারটি সঞ্চালনা করেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রোগ্রাম অফিসার দেলোয়ার হোসেন। কর্মশালায় চুয়াডাঙ্গা সদর উপজেলার ৪৩টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও পাঠভ্যাস উন্নয়ন কর্মসূচির দায়িত্বপ্রাপ্ত সংগঠকরা অংশগ্রহণ করেন।
Leave a Reply