গাইবান্ধা প্রতিনিধি: মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাইবান্ধা জেলার স্বাধীনতা প্রাঙ্গণে আগামী ২৪ ডিসেম্বর সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত মাঠ পর্যায়ে জনগণের সাথে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সরাসরি সম্পৃক্ত হবেন। জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বুধবার অনুষ্ঠিত ভিডিও কনফারেন্সিংয়ের প্রস্তুতি ও পর্যালোচনা সভায় এ তথ্য জানান। সভায় সরকারি-বেসরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত থেকে অনুষ্ঠানকে সফল করার লক্ষ্যে ভিডিও কনফারেন্সিং অনুষ্ঠানে লোক সমাগম ও অন্যান্য লজিস্টিক সাপোর্টের ক্ষেত্রে তাদের সহযোগিতার বিষয়টি ব্যক্ত করেন। অনুষ্ঠান সর্বাত্মকভাবে সফল করার জন্য সর্বস্তরের সমগ্র গাইবান্ধাবাসীকে যার যার নিকটস্থ কেন্দ্রে উপস্থিতি ও সার্বিক সহযোগিতা নিশ্চিত করার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়।
সভায় উলে¬খ করা হয়, এ উপলক্ষে সেখানে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি কর্মকর্তা, আলেম সমাজ, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, এনজিও কর্মী, ছাত্রছাত্রীসহ সকল পর্যায়ের প্রায় ৫ হাজার লোকের সমাগম করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। একই সাথে প্রধানমন্ত্রীর সাথে ভিডিও কনফারেন্সিং চলাকালে জেলার সকল উপজেলা, পৌরসভা, ইউনিয়ন, গ্রোথ সেন্টার, শিক্ষা প্রতিষ্ঠান মিলিয়ে প্রায় ৯৩৪টি কেন্দ্রে ৪ লাখ ৬২ হাজার ৫শ’ জন লোকের উপস্থিতিতে অনুষ্ঠানটির সরাসরি সম্প্রচার টিলিভিশনের মাধ্যমে সর্বস্তরের সাধারণ জনগণকে দেখানোর আয়োজন করা হবে। স্বাধীনতা প্রাঙ্গণের অনুষ্ঠেয় মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ভিডিও কনফারেন্সটি বিটিভি ও বাংলাদেশ বেতার সরাসরি সম্প্রচার করবে।
এই ভিডিও কনফারেন্সিংয়ের উদ্দেশ্য হচ্ছে উগ্র সাম্প্রদায়িকতা, জঙ্গীবাদ এবং সন্ত্রাসের বিপক্ষে তৃণমূল পর্যায়ে জনসচেতনতা সৃষ্টি, এব্যাপারে জেলা, উপজেলা, ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে কার্যক্রম গ্রহণে উৎসাহ প্রদান, স্থানীয় পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও পরামর্শ প্রদানের মাধ্যমে জাতীয় পর্যায়ে উপর্যুক্ত কার্যক্রম নির্ধারণ, সন্ত্রাস, জঙ্গীবাদ ও উগ্র-সাম্প্রদায়িকতা বিরোধী জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রম ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া, প্রচলিত রীতির বাইরে স্থানীয় সূত্র থেকে তথ্য প্রাপ্তির সুযোগ এবং সরকার বিরোধী কার্যক্রমের বিপক্ষে যথাযথ যুক্তি উপস্থাপন এবং জনমত তৈরী করা।
Leave a Reply