নীলফামারী থেকে মহিনুল ইসলাম সুজন: আগামী ১লা জানুয়ারী-২০১৭ইং সালের বই উৎসবে মেতে উঠবে নীলফামারী জেলার প্রায় চার লাখ প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা। ইতোমধ্যেই প্রয়োজনীয় বই এসে পৌঁছছে নীলফামারী জেল্র ছয় উপজেলাতে।
নতুন বছরের প্রথম দিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দিতে প্রস্তুতিও শুরু করেছে প্রাথমিক শিক্ষা বিভাগ।জেলার শিক্ষা অফিসের সুত্রে জানা গেছে, জেলার ৩লাখ ৮৭হাজার ২১৩জন শিক্ষার্থীর বিপরীতে চাহিদা অনুযায়ী ২০১৭ শিক্ষাবর্ষে ১৮লাখ ২১হাজার ৫০৩টি বই এসে পৌঁছেছে উপজেলা শিক্ষা অফিসের গোডাউনে।
জেলার ছয় উপজেলার মধ্যে চাহিদা অনুযায়ী নীলফামারী সদর উপজেলায়-৪লাখ ৪৪হাজার ৯০টি, ডিমলা উপজেলায়-২লাখ ৮৯ হাজার ৮০৯টি, ডোমারে- এক লাখ ৯৯ হাজার ৫০০টি, সৈয়দপুর উপজেলায় ১লাখ ৮৩হাজার ৮২৫টি, কিশোরীগঞ্জে-২লাখ ৪৩হাজার ১৫০টি, জলঢাকায়- ৪লাখ ২৫হাজার ৬১০টি এবং বাফার স্টকে ৩৫হাজার ৭১৯টি বই এসে পৌঁছেছে।
জেলা প্রাথমিক শিক্ষা আরো জানায়, জেলায় ২ হাজার ৫৭২টি স্কুল রয়েছে।তারমধ্যে সরকারী এক হাজার ৪১টি, পরীক্ষণ বিদ্যালয় একটি, এনজিও পরিচালিত ৯১৪টি, কিন্টার গার্টেন ২৮৮টি, উচ্চ বিদ্যালয় ১৪টি, নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ১৩টি, রস্ক ৫৩টি, রেজিস্টার্ড ১৫৫টি এবং অন্যান্য ৯৩টি বিদ্যালয় রয়েছে।
বেসরকারী উন্নয়ন সংস্থা নীলফামারী দারিদ্র বিমোচণ সংস্থা’র(প্রোণ) নির্বাহী পরিচালক মমিনুর রহমান জানান, ব্র্যাকের সহযোগীতায় ২৫০টি উপ-আনুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয় পরিচালিত হচ্ছে। স্কুলগুলোতে অধ্যয়নরত ৭৫০জন শিক্ষার্থীর জন্য প্রয়োজনীয় বই ইতোমধ্যে সরবরাহ করা হয়েছে।
Leave a Reply