স্পোর্টস রিপোর্টার : জাতীয় ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ডের উদ্বোধনী দিনে বগুড়ার শহীদ চাঁন্দু স্টেডিয়ামে দাপট দেখিয়েছেন বোলাররা। রাজশাহী ও সিলেট বিভাগের মধ্যকার চারদিনের ম্যাচে প্রথম ইনিংসে ২০৪ রানে অলআউট হয়েছে রাজশাহী। দিন শেষে সিলেটের সংগ্রহ ২ উইকেটে ৪৩ রান।
মঙ্গলবার সকালে টসে জিতে সিলেট বিভাগ রাজশাহীকে ব্যাট করতে পাঠায়। ইনিংসের শুরুতে দলীয় মাত্র ৩ রানে মাইশুকুর এবং ৩৮ রানে জুনাইদ সিদ্দিকীকে হারিয়ে বিপদে পড়ে রাজশাহী। এরপর মিজানুর এবং ফরহাদ হোসেন দলকে প্রাথমিক বিপদ থেকে উদ্ধার করলেও দলের কোন ব্যাটসম্যানই লম্বা ইনিংস খেলতে পারেননি। ফলে ৬৫ ওভার ৫ বলে ২০৪ রানে গুটিয়ে যায় রাজশাহীর প্রথম ইনিংস। ফরহাদের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৩৫ রান। এছাড়া মিজানুর ৩২, মুক্তার আলী ২৯ এবং জুনাইদ সিদ্দিকী করেন ২৬ রান। সিলেটের আবু জায়েদ ৬ উইকেট শিকার করেন। খালেদ আহম্মেদ, শাহানুর রহমান ও রাহাতুল ফেরদৌস একটি করে উইকেট লাভ করেন।
রাজশাহীকে অল্প রানে থামিয়ে দিয়ে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ভালো করতে পারেনি সিলেট। প্রথম দিন শেষে তাদের সংগ্রহ ২ উইকেটে ৪৩ রান। ইমতিয়াজ ২ ও জাকির হাান ফিরে গেছেন ব্যক্তিগত ৮ রানে। সায়েম আলম ৩০ এবং রাহাতুল ফেরদৌস ১ রানে অপরাজিত আছেন। আজ ম্যাচের দ্বিতীয় দিন।
Leave a Reply