পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় বিদ্যালয়ের পুকুরের পানিতে ডুবে ইহান আহম্মেদ (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার বিকেলে উপজেলার বেতকাপা ইউনিয়নের হাসনেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ সংলগ্ন পুকুরে এ দূর্ঘটনা ঘটে। ইহান আহম্মেদ গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের তুলসিঘাট এলাকার এ্যাড. ইসতিয়াক আহম্মেদের ছেলে।
তার মা শামীমা নাসরিন ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। স্থানীয় সূত্রে জানা যায়, শিশু ইহান সকালে তার মায়ের সঙ্গে বিদ্যালয়ে আসে। মা বিদ্যালয়ের পরীক্ষা কাজে ব্যস্ত থাকায় ইহান খেলতে খেলতে বিদ্যালয়ের মাঠ সংলগ্ন পুকুরে পড়ে নিখোঁজ হয়। পরে অনেক খোঁজাখুজির পর দুই ঘন্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়।
Leave a Reply