বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: বীরগঞ্জে রবিবার ১৭ সদস্যের আদিবাসী কিশোর-কিশোরীর দল গঠন করা হয়েছে।
উপজেলা সদর থেকে ৪০ কিলোমিটার উত্তরে সার্প সংস্থার আয়োজনে ঝলঝলী আদিবাসী কিশোর-কিশোরী ফুড ব্যাংক প্রাঙ্গনে কলেজ ছাত্রী মারিয়া হেমরনের সভাপতিত্বে কিশোর-কিশোরী দল গঠনের লক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চারটি ইসুতে-মাদক নির্মুল, বাল্য বিবাহ রোধ, ঝড়েপড়া ছাত্রছাত্রীদের স্কুলগামী করন ও আপদকালিন সময়ের জন্য মুষ্টির চাল উত্তোলন বিষয় সমুহ বাস্তবায়নের লক্ষ্যে সভায় ব্যাপক আলোচনার পর সর্ব সম্মতিক্রমে সভাপতি মারিয়া হেমরন, সাধারন সম্পাদ সুনিল হাসদা ও ময়ুরী মুর্মুকে কষাধক্ষ করে ১৭ সদস্যে কমিটি গঠন করা হয়।
ঝলঝলী আদিবাসী কিশোর-কিশোরী দলের সভাপতি কলেজ ছাত্রী মারিয়া হেমরন সন্তোষ প্রকাশ করে জানান, ইতমধ্যে ঝড়েপড়া শতভাগ ছাত্রছাত্রীদের স্কুলগামী করা হয়েছে, বাল্য বিবাহ ও মদপান বিষয়ে নিরুৎসাহিত করনের জন্য বাড়ী বাড়ী গিয়ে বুঝানো হয়েছে। সে কারনে অনেকাংশে (৯৯%) এসব অপরাধ কমে এসেছে। সর্বপরি দুর্যোগ মোকাবিলা করার জন্য ৪৭টি বাড়ীতে মাটির পাতিল সরবরাহ করা হয়েছে। আদিবাসী মহিলারা পাতিলে প্রতিদিন মুষ্টির চাল রাখে যা সপ্তাহে বাড়ী বাড়ী গিয়ে চাল নিয়ে গিয়ে ঝলঝলী ফুড ব্যাংকে সংরক্ষন করা হচ্ছে।
দরিদ্র সীমার নীচে বসবাসকারী দিন মুজর আদিবাসীদের আপদকালীন অর্থাৎ অতি শীত, ঝড়-বৃষ্টি ও খরা-বন্যাতে মুজুরদের মুজরীর কাজ থাকে না বা মুজরীর কাজ করতে পারে না। মুষ্টির চাল গুলো সে সময় ব্যবহারের জন্য সংগ্রহ করা হচ্ছে। কিশোর-কিশোরীই পারে আদিবাসী সমাজটাকে সুন্দর করে গড়ে তুলতে। সেজন্য গ্রামবাসী সকলেই কিশোর-কিশোরীদের উন্নয়ন মুলক কাজের সমর্থন ও সহযোগিতা করছে।
Leave a Reply