এইচ এম মোকাদ্দেস/মারুফ সরকার: চোখের কান্না আর আল্লাহর প্রতি ভক্তির মাধ্যমে শেষ হল ৩ দিন ব্যাপি সিরাজগঞ্জের বিশ্ব ইজতেমা । রবিবার ১১ টার দিকে শুরু হয় বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত । আখেরি মোনাজাতে অংশগ্রহন করেন প্রায় ৬ লাখ মুসল্লি । এছাড়া প্রায় ১ লাখ মহিলা মুসল্লি অংশ গ্রহন করেন ।
এ আখেরি মোনাজাতে অংশ গ্রহন করেন সিরাজগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ও সাস্থ ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের মন্ত্রী মোহাম্মাদ নাসিম,সিরাজগঞ্জ ৫ আসনের এমপি হাসিবুর হক স্বপন,সিরাজগঞ্জ পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ,অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ,সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন,শহর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ইসহাক আলী, জেলা ছাএলীগের সাবেক সাধারন সম্পাদক জাকির হোসেনসহ লাখ লাখ মুসল্লি । ইজতেমায় দেশ ও মানুষের জন্য দোয়া করা হয় ।
চোখের পানিতে আল্লাহর কাছে ক্ষমা চায় মুসল্লিরা । প্রায় ২০ মিনিত ব্যাপি এই আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয় । এদিকে আখেরি মোনাজাত করার জন্য সকাল থেকে শহরের বিভিন্ন স্থান থেকে লোকজন ছুটে আসে মোনাজাত করার জন্য । মোনাজাতে ইজতেমা স্থানে জায়গা পেয়ে চায়না বাধ এলাকায় লোকের ভীড় লক্ষ করা যায় ।
এছাড়া বিভিন্ন স্থানে পুলিশের চেকপোষ্ট বসানো হয় । প্রায় ৩০০ পুলিশ মোতায়োন করা হয় বিশ্ব ইজতেমায় । বারেক মোল্লা নামে এক মুসল্লি জানান,যে ৩ দিন হল এই ইজমোয় আইছি । শুধু মাএ আল্লাহর সন্তুষ্টির জন্য এই ইসতেমায় আসা আর যখন আমরা ইসতেমায় থাকি তখন আমরা পরিবারের কথা ভুলে য়ায় । ছোট থেকে বড় সব ধরনের মানুূূূষ এই ইজতেমায় অংশ গ্রহন করেন মোনাজাত শেষে লোকজনের বাড়ি ফিরতে অনেক অসুবিধা লক্ষ করা য়ায় ।
৭ লক্ষ মানুষ যেখানে অংশগ্রহন করেন সেখানে মাএ ২ টি রাস্তা তৈরি করা হয় তাই ইজতেমায় আগত লোকদের মধ্যে হতাশা লক্ষ করা য়ায় । এ ব্যাপাড়ে যাকারিয়া নামে এক যুবকের সাথে কথা বললে তিনি বলেন, আমরা এত দুর থেকে এসেছে আল্লাহর সন্তুষ্ঠিত জন্য কিন্তু যাওয়ার সময় যেতে পারছি না ।
যদি ২ টির জায়গায় ৫ টি রাস্তা করা যেত আর গাড়ীর জন্য আলাদা একটি রাস্তা করা যেত তাহলে আর এই অসুবিধা হত না তাই আমি সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে বলছি যে,আগামি ইজতেমায় ২টি রাস্তা না করে কমপক্ষে ৫ টি রাস্তা করার জন্য । ইজতেমা উপলক্ষে সিরাজগঞ্জে সকল দোকান পাট বন্ধ রেখে বিশ্ব ইজতেমায় অংশগ্রহন করেন সকল মুসল্লি ।
Leave a Reply