নীলফামারী থেকে মহিনুল ইসলাম সুজন: নীলফামারীর জলঢাকায় ট্রাকের ধাক্কায় এক যাত্রী নিহত হয়েছে। শনিবার(১৭ই ডিসেম্বর) দুপুরে উপজেলার গোলনা ইউনিয়নের ভাদুরদর্গার ডোমার-ডিমলা সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম নুর আলম (৩৫)। সে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার নজর উদ্দীনের ছেলে বলে জানা যায়। ঘটনার সত্যতা স্বীকার করে জলঢাকা থানার ওসি মোস্তাফিজার রহমান জানান ঘটনার দিন জলঢাকা আসার পথে দ্রুতগামী একটি ট্রাক অটোকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এলাকাবাসী ট্রাকটিকে আটক করে জলঢাকা থানায় সোপর্দ করেছেন।
Leave a Reply