শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দুপুরে উপজেলার একমাত্র শহীদ মুক্তিযোদ্ধা ‘শহীদ হাফিজার রহমান মিলনায়তন’ এ অনুষ্ঠিত সংবর্ধনা ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুর রহমান। এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শরিফুল ইসলাম জিন্নাহ্।
এসময় উপস্থিত ছিলেন, থানা অফিসার ইনচার্জ (ওসি) আহসান হাবীব, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল বারী, ডেপুটি কমান্ডার ফরিদ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা, সমাজসেবা কর্মকর্তা আবু সালেহ্ মো: নুহ্, ইউপি চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু, বুড়িগঞ্জ ইউপির সাবেক চেয়ারম্যাান বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন সহ উপজেলার সকল মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যরা।
Leave a Reply