লালপুর (নাটোর) প্রতিনিধি: শুক্রবার (১৬ ডিসেম্বর) নাটোরের লালপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হচ্ছে। দিবসটি উপলক্ষে লালপুর উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামীলীগ ও বিভিন্ন রাজনৈতিক দল এবং শিক্ষা প্রতিষ্ঠান সমূহ দিনব্যাপী নানা কর্মসূচীর আয়োজন করে।
শুরুতেই রাত ১২ টা ১ মিনিটে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানিয়ে পুষ্পস্তবক অর্পন করা হয়। এরপর আজ শুক্রবার সকালে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামের সভাপতিত্বে উপজেলা চত্ত্বরে কুচকাওয়াজ, আলোচনা সভা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনারর আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাটোর-১ ( লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট আবুল কালাম আজাদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, লালপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) আবু ওবায়েদ, লালপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারন সম্পাদক ইসাহাক আলী, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রাজ্জাক প্রমুখ।
Leave a Reply