পত্নীতলা (নওগাঁ) থেকে ইখতিয়ার উদ্দীন আজাদ: নওগাঁর পত্নীতলায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস ২০১৬ উপলক্ষ্যে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত নজিপুর মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বিভিন্ন কর্মসুচির মধ্যে দিয়ে পালন করা হয়। রাত ১২টা ১মিনিটে শহিদ মিনারে থানা পুলিশের ৩১ তপধ্বণির মধ্যদিয়ে সাথে সাথে পুষ্পমাল্য অর্পণ এর মাধ্যমে শুরু হয় প্রথম প্রহর।
কর্মসুচির মধ্যে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, শরীরচর্চা প্রদর্শনী, ক্রীড়া প্রতিযোগিতা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা, পুরুস্কার বিতরণী এবং উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক মনঙ্গ সাংস্কৃতিক সন্ধ্য অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো: আব্দুল মালেক এর সভাপতিত্ত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন পতœীতলা-ধামইরহাট এলাকার সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মোঃ শহিদুজ্জামান সরকার (বাবলু)।
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন- উপজেলা আ.লীগ সভাপতি ইছাহাক হোসেন, উপজেলা আ.লীগের সিনিয়র সহসভাপতি বাবু নির্মল কুমার ঘোষ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শহিদুল ইসলাম, থানা ওসি আজিম উদ্দীন, উপজেলা আ.লীগের সহসভাপতি আব্দুল খালেক চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল গাফফার, নজিপুর পৌরসভার মেয়র মো: রেজাউল কবির চৌধুরী, নজিপুর পৌর আ.লীগের সভাপতি শহিদুল আলম বেন্টু ও সাধারণ সম্পাদক মিল্টন উদ্দিন প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- নজিপুর প্রেস ক্লাব সভাপতি ইখতিয়ার উদ্দীন আজাদ, নজিপুর প্রেস ক্লাব সাধারণ সম্পাদক স্মৃতি রাণী মহন্ত, নজিপুর প্রেস ক্লাব দপ্তর সম্পাদক মাসুদ রানা, নজিপুর প্রেস ক্লাব সদস্য সিয়াম শাহরিয়া, ফরিদ হোসেন সহ উপজেলা পরিষদের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা।
Leave a Reply