সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে বিয়ের দাবীতে প্রেমিকের ভগ্নিপতির বাড়িতে অবস্থান নেয়া প্রেমিকাকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এঘটনায় প্রেমিকের পিতাসহ পুলিশ ৫জনকে গ্রেফতার করেছে। নিহত তাঁত শ্রমিক খাদিজা খাতুন (১৮) এনায়েতপুর থানার খুকনী ইউনিয়নের ঝাউপাড়া গ্রামের আনছার আলীর মেয়ে।
শাহজাদপুর থানার ওসি (তদন্ত) মনির হোসেন জানান, খাদিজার সাথে একই এলাকার খুকনী গ্রামের ইসমাইলের ছেলে সুতার দোকান কর্মচারী ইউসুফের সাথে কয়েক বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। বেশ কিছুদিন ধরে খাদিজা বিয়ের জন্য চাপ দিলে অপারগতা প্রকাশ করে। অবশেষে বাধ্য হয়ে মঙ্গলবার সকালে ধর জামতৈল গ্রামে ইউসুফ আলীর বোন জামাইয়ের বাড়ি গিয়ে ওঠে। স্থানীয় ইউপি চেয়ারম্যান মুল্লুক চানের নেতৃত্বে মঙ্গলবার সন্ধ্যায় প্রেমিকের আত্বীয়-স্বজন তাকে বেদম মারপিট করে গুরুতর আহত অবস্থায় ফেলে রাখে। খবর পেয়ে মেয়ের পিতার বাড়ি থেকে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।
পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে।এঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ প্রেমিকের পিতা ইসমাইলসহ একই এলাকার ইব্রাহিম,ভোলা,রফিকুল ও রমজান আলীকে গ্রেফতার করেন। বুধবার সকালে ময়না তদন্তের জন্য নিহতের লাশ সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে নিহতের ভাই জালাল বাদী হয়ে শাহজাদপুর থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
Leave a Reply