পত্নীতলা (নওগাঁ) ইখতিয়ার উদ্দীন আজাদ,: নওগাঁর পত্নীতলায় পপুলার লাইফ ইনস্যূরেন্স কোম্পানি লিমিটেড এর আল-আমিন বীমা প্রকল্পের মৃত্যু দাবীর চেক হস্তান্তর ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
বুধবার সকাল ১১টায় পত্নীতলা উপজেলা পরিষদ কার্যালয়ে পপুলার লাইফ ইনস্যূরেন্স কোম্পানি লিমিটেড এর আল-আমিন বীমা প্রকল্পের মধইলহাট শাখা ব্যবস্থাপক মো: আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: আব্দুল হামিদ। বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রঞ্জণ কুমার, আল-আমিন বীমা প্রকল্প, নজিপুর সার্ভিস সেলের অতিরিক্ত প্রকল্প পরিচালক আবুল কালাম আজাদ, মাতাজিহাট জোনের সহকারী প্রকল্প পরিচালক নূরুজ্জামান ম-ল।
এসময় উপস্থিত ছিলেন নজিপুর সার্ভিস সেলের অফিস সহকারী শরিফুল ইসলাম ও হিসাব ইনচার্জ আব্দুল হান্নান, দৈনিক আমাদের সময় ও দৈনিক সোনার দেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি এবং নজিপুর প্রেস ক্লাব সভাপতি সাংবাদিক ইখতিয়ার উদ্দীন আজাদ,নজিপুর প্রেস ক্লাব সদস্য ফরিদ হোসেন প্রমুখ।
উল্লেখ্য, উক্ত কোম্পানির আল-আমিন বীমা প্রকল্প, একক বীমার আওয়তায় ১২ বছর মেয়াদী বীমা গ্রাহক মরহুম আল মাসুদ এর মৃত্যু দাবীর নমনীয় স্ত্রী ফাতেমা বেগমের হাতে এক লক্ষ ১০হাজার ছয় শত টাকার চেক প্রদান করেন অতিথিরা । পরে এক দোয়া মাহফিল অনুষ্ঠানে মুনাজাত পরিচালনা করেন মক্কা হজ কাফেলার পরিচালক আলহাজ মোহা. মোয়াজ্জেম হোসেন।
Leave a Reply