গোপালগঞ্জ থেকে হুসাইন ইমাম সবুজ: বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল এ কে এম শহিদুল হক বলেছেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে অনেক ভাল আছে। আমি অনেক জেলায় গিয়েছি সেখানে সকলেই বলেছে জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভাল। যেখানেই যাই জনগণই বলে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভাল। তিনি আরো বলেন, জঙ্গিরা যে সমস্যা সৃষ্টি করেছে তাদেরকেও আমরা চাপে রেখেছি। জনগণ যেহেতু আমাদের সাথে আছে, আমারা মনে করি না জঙ্গিরা আর কোন ঘটনা ঘটনাতে পারবে। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সামাধী সৌধে শ্রদ্ধা নিবেদন শেষে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি এ কথা বলেন।
রোহিঙ্গা বিষয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী রোহিঙ্গা বিষয়ে সংসদে বিস্তর আলোচনা করছেন। আগে অনেক রোহিঙ্গা আমাদের দেশে এসেছে। তাদের বেশ কিছু আমরা রোহিঙ্গা ক্যাম্পে জায়গা দিতে পেরিছি। আবার অনেক রোহিঙ্গা আমাদের সাথে মিসে আছে। তাদের ভাষা, আচার-আচোরণ, দৈহিক আকৃতি অনেকটাই বাংলাদেশের মত। তার করনে আমরা খুঁজে পাইনা। সম্প্রতি যে রোহিঙ্গারা আসছে তারা মিয়ানমারের সেনাবাহিনীর অভিযানের ফলে আসছে। যেহেতু বাংলাদেশ নিকটতম প্রতিবেশি, সেতেতু বাংলাদেশেই বেশি আসছে।
তাই আইন-শৃঙ্খলা বাহিনী বিশেষ করে বিজিবি, কোস্ট গার্ড শতর্কাবা রয়েছে। রোহিঙ্গা অনুপ্রবেশে বাধা দিয়েছ। তারপরও তারা বাংলাদেশে চলে আসছে। মানবিক কারনে যারা শিশু বৃদ্ধ তাদেরকে বাধা দেয়া হয়েছ না। তারা যদি ব্যপক হারে আসে তাহলে সামাজিক, অর্থনৈতিক সমস্যা হবে। এটা সরকারের বিবেচনায় আছে। সরকারের বিভিন্ন সংস্থায়এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছ। আমাদের পুলিশের পক্ষ থেকেও ব্যবস্থা নিয়েছে। তারা এসে যাতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, কেউ নিখোঁজ হওয়ায় আতঙ্কের কিছু নেই। নিখোঁজ নানা করনে হতে পারে। আর নিখোঁজ হলেই যে জঙ্গিতে যোগদান করে তা না। তারপরেও যারা নিখোঁজ হয়ে যায়, আমাদের পুলিশকে যদি জানায়। আমরা চেষ্টা করি তাদেরকে খুঁজে বের করার।
এর আগে গোপালগঞ্জে নির্মিত পুলিশ মেসের উদ্বোধন করনে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল এ কে এম শহিদুল হক। এসময় ডিআইজি প্রশাসন বিনয় বালা, ঢাকা রেঞ্জের ডিআইজি মাহাফুজল হক নূরুজ্জামান ও পুলিশের উ”চপদস্থ’ কর্মকর্তাসহ ঢাকা রেঞ্জের ১৩ জেলার পুলিশ সুপার উপস্থিত ছিলেন। এছাড়াও গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খানসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
https://youtu.be/RGZVwpVWaBY
Leave a Reply