বেড়া (পাবনা) থেকে মোঃ উজ্জল হোসাইন: পাবনার বেড়ায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ হামিদুর রহমান বেড়া দক্ষিনপাড়া মহল্লায় একটি মসলা গুড়া করা মিলে অভিযান চালিয়ে ১০ বস্তা পচা শুকনা মরিচ ও গুড়া, ছয় বস্তা হলুদ গুড়া, চার বস্তা হজগুড়া, চার বস্তা পচা চাউলের গুড়া মোট ২৪ বস্তা ভেজাল মসলাসহ মিল মালিক দেলোয়ার হোসেনকে (৪০) আটক করেন। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে তাকে ছয়মাসের কারাদন্ড ও দুই লক্ষ টাকা জরিমানা করা হয়।
বেড়া থানা সুত্রে জানা যায়, শনিবার (১০ ডিসেম্বর) দুপুর একটায় বেড়া পৌর এলাকার দক্ষিনপাড়া মহল্লায় পাবনা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ হামিদুর রহমান পাবনা র্যাব-১২ সঙ্গীয় ফোর্স নিয়ে মোঃ দেলোয়ার হেসেনের মিলে অভিযান চালায়। এসময় তারা তল্লাসী চালিয়ে মিলের গুদামে রাখা ১০ বস্তা পচা শুকনা মরিচ ও গুড়া, ছয় বস্তা হলুদ গুড়া, চার বস্তা হজগুড়া, চার বস্তা পচা চাউলের গুড়া মোট ২৪ বস্তা ভেজাল মসলা উদ্ধার করেন।
এসময় মিল মালিক মৃত আব্দুল লতিফের ছেলে দেলোয়ার হেসেনকে (৪০) আটক করেন। তাতক্ষনিকভাবে ভ্রাম্যমান আদালত বসিয়ে ভোক্তা অধিকার আইনের ৪২ ধারায় তাকে ছয় মাসের কারাদন্ড ও দুই লক্ষ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে দুইমাসের বিনাশ্রম কারাদন্ড আদেশ দেন। আটককৃত ভেজার মসলা জনসম্মুখে বেড়া হুড়াসাগর নদীতে ফেলে নষ্ট করে দেওয়া হয়। এব্যাপারে বেড়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফিরোজ আহম্মেদ ঘটনার সত্যতা স্বীকার করেন।
Leave a Reply