সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে বিকাশের মাধ্যমে প্রতারণাকারী চক্রের সদস্য কলেজ ছাত্রীকে প্রতারণা করার সময়ে হাতেনাতে জনতা ধরে পুলিশে র্সোপদ করেছে। আটককৃত প্রতারক চক্রের সদস্য তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের গুল্টা গ্রামের সরেস এক্কার মেয়ে ও গুল্টা শহীদ এম. মনসুর আলী ডিগ্রী কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী মনিকা এক্কা (১৭)। ঘটনাটি ঘটেছে,বৃহস্পতিবার রাতে তাড়াশ উপজেলা সদর বারোয়ারী বটতলায় শফিকুল ইসলামের দোকানে।
ব্যবসায়ী সফিকুল ইসলাম ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত ৮টার দিকে ওই কলেজ ছাত্রী মনিকা এক্কা (১৭) প্রথমে তাড়াশ বাজারের সোনালী ব্যাংকের পাশে ডিনা ফটোষ্ট্যাট এর দোকানে গিয়ে দোকানের স্বত্বাধিকারী মাসুদ রানাকে একটা নম্বরে জরুরীভাবে ৩০ হাজার টাকা পাঠাতে হবে বলে জানায়। পরে সেখানে তার কথা বার্তায় অসংলগ্ন মনে হলে দোকানদার টাকা পাঠাতে পারবেন না বলে জানায়। এ সময় সেখানে সুবিধা করতে না পেরে পাশের সাধনা ডিপার্টমেন্টাল স্টোর থেকে ০১৭০৮-৮৮৩৮৭১ নম্বরে প্রতারক ওই কলেজ ছাত্রী বিকাশের মাধ্যমে ৩০ হাজার টাকা পাঠায়।
এরপর বেশকিছু সময় পার হয়ে গেলেও মনিকা দোকান মালিককে টাকা না দিয়ে পাশের সিনেমা হলের গলিতে দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় স্থানীয়রা তাকে ধরে পুলিশে সোপর্দ করেন।এ ব্যাপারে তাড়াশ থানার ওসি মনজুর রহমান জানান, কলেজ ছাত্রী মনিকা এক্কা পুলিশ হেফাজতে রয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহন করা হবে।
উল্লেখ্য ওই কলেজ ছাত্রী এর আগেও তার নিজ এলকার গুল্টা বাজারে একই কায়দায় প্রতারণা করে ১৪ হাজার ৭শ’ টাকা বিকাশে নিয়ে জনতার হাতে আটক হয়।
Leave a Reply