সিরাজগঞ্জ প্রতিনিধি: বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হন, অন্যকে ব্যবহারের সুযোগ দিন” এ স্লোগান নিয়ে সিরাজগঞ্জে শুরু হয়েছে জাতীয় বিদ্যুৎ সপ্তাহ। এ উপলক্ষে বুধবার সকাল ১০টায় সিরাজগঞ্জ শহরের বাহিরগোলা রোডের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কার্যালয়ের সামনে বেলুন ও পায়রা উড়িয়ে বিদ্যুৎ সপ্তাহ উদ্বোধন করেন জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন,সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর আলম খান, পৌরসভার প্যানেল মেয়র ও প্রেসক্লাবের সভাপতি হেলাল উদ্দিন। এরপর একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় পিডিবির সহকারী প্রকৌশলী তারেক উর রহমান, জেলা জাতীয় পাট্রির সাধারণ সম্পাদক মির্জা ফারুক আহম্মেদ, শ্রমিক লীগের সভাপতি আব্দুল খালেক, সাধারণ সম্পাদক আব্দুল কাদের চান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি আসাদ উদ্দিন পবলুসহ অনেকে উপস্থিত ছিলেন।
সিরাজগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এ বি এম হামিদুর রহমান জানান, জাতীয় বিদ্যুৎ সপ্তাহ উপলক্ষে তিনদিন অবৈধ সংযোগের বিরুদ্ধে অভিযান, বকেয়া বিল আদায় ও গ্রাহকদের নিরবচ্ছিন্ন সেবা প্রদান করা হবে। অপরদিকে এ দিবস উপলক্ষে সিরাজগঞ্জের বেলকুচিতে বুধবার সকালে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর আয়োজনে উপজেলা পরিষদ হতে একটি র্যালী বের হয়। র্যালী শেষে উপজেলা পরিষদ হল রুমে পল্ল- বিদ্যুৎ সমিতি-২ এর বেলকুচি জোনাল অফিসের ডিজিএম আব্দুল বারীর সভাপতিত্বে আলোচনা সভা বক্তব্য রাখেন,উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী আকন্দ, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল হাসান, পৌর মেয়র বেগম আশানুর বিশ্বাস, বেলকুচি প্রেস ক্লাবের সভাপতি গাজী সাইদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ,কে,এম ইউসুফজী খান, পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক খোরশেদ আলম প্রমূখ।
Leave a Reply