পলাশবাড়ী (গাইবান্ধা) থেকে এটিএম কাজল হোসেন: গাইবান্ধার পলাশবাড়ীতে “অদম্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পলাশবাড়ী বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের আয়োজনে বুধবার সকালে জাতীয় বিদ্যুৎ সপ্তাহ ২০১৬ পালিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তোফাজ্জল হোসেন ও আবাসিক প্রকৌশলী আনছার আলীর নেতৃত্বে বিদ্যুৎ সপ্তাহ পালন উপলক্ষ্যে এক বিশাল বর্ণাঢ্য র্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালীতে অংশ গ্রহণ করেন, পলাশবাড়ী গ্রীড উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান, কর্মকর্তা মশিউর রহমান, উপজেলা আওয়ামীলীগ শ্রমিকলীগ সভাপতি আবুল কালাম আজাদ সাবু, সাধারণ সম্পাদক মাহামুদুজ্জামান প্রান্ত, বিদ্যুৎ বিভাগের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ উপজেলার সুবিধাভোগী বিদ্যুৎ গ্রাহকবৃন্দ।
Leave a Reply