গাইবান্ধা থেকে আরিফ উদ্দিন: বাংলাদেশ স্কাউট্স, গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে কাব স্কাউটিং বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৯টা থেকে দিনব্যাপী গাইবান্ধা পিটিআই হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সামসুল আজম।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ স্কাউট্স এর জাতীয় উপ-কমিশনার (সংগঠক) রেজাউল করিম। বিশেষ অতিথি দিনাজপুর অঞ্চলের ডিআরসি আকতারুজ্জামান, উপ-পরিচালক আবু সাঈদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার এনায়েত হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আসাদুজ্জামান চৌধরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এইচএম মাবুবুল ইসলাম, পিটিআই এর সহ-সুপার রবীন্দ্রনাথ প্রামানিক, সহকারী শিক্ষা অফিসার ছামচুন্নাহার, জেলা স্কাউট্স সম্পাদক মোস্তাফিজার রহমান, কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম, উপজেলা সম্পাদক এবিএম সাত্তার, আনোয়ারুল ইসলাম প্রমুখ।
Leave a Reply